Murshidabad couple death: ‘সুখের’ সংসারে কী এমন হল? সাত সকালে ভয়ঙ্কর দৃশ্য দেখে হতবাক প্রতিবেশীরা

Murshidabad couple death: প্রতিবেশীরা জানিয়েছেন, বছর পাঁচেক আগে বিয়ে হয় ওই দম্পতির। বিগত কয়েক বছরে স্বামী ও স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়েছে, এমনটা কখনই মনে করতে পারেন না তাঁরা। তেমন কোনও অশান্তি ছিল না।

Murshidabad couple death: 'সুখের' সংসারে কী এমন হল? সাত সকালে ভয়ঙ্কর দৃশ্য দেখে হতবাক প্রতিবেশীরা
ঘরের ভিতর থেকে উদ্ধার দেহImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 15, 2023 | 11:11 AM

মুর্শিদাবাদ: সকাল থেকে দরজা খোলেনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সন্দেহ বাড়ে প্রতিবেশীদের। কী এমন হল? দরজা ধাক্কাধাক্কি করেও কোনও লাভ হয়নি। তখনই লোকজন জড় হয়ে যায় বাড়ির সামনে। সবাই মিলে দরজা ভেঙে ঢোকার চেষ্টা করেন। দরজা ভাঙতেই দেখা যায় ভিতরে পড়ে রয়েছে দুজনের দেহ। একজনের দেহ মেঝেতে শোয়ানো, অন্যজনের দেহ দড়িতে ঝুলন্ত।

মৃতদের নাম আলমগীর শেখ ও জলি বিবি। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ফরিদপুর কলিকাহারা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘরের জানালা-দরজা সব বন্ধ ছিল। আর ভিতরে ছিল দম্পতির দেহ। ঘটনার খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রতিবেশীরা জানিয়েছেন, বছর পাঁচেক আগে বিয়ে হয় ওই দম্পতির। বিগত কয়েক বছরে স্বামী ও স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়েছে, এমনটা কখনই মনে করতে পারেন না তাঁরা। তেমন কোনও অশান্তি ছিল না। হঠাৎ কীভাবে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। সাত সকালে ও দৃশ্য দেখে কার্যত হতবাক এলাকাবাসী।

এক প্রতিবেশী বলেন, ‘আমাদের সঙ্গে প্রায় প্রতিদিনই কথা হত। বাড়িতেও যেতাম। ওরা কজাকর্ম করত, সংসারেও কোনও অশান্তি ছিল না। তারপরও কেন এরকম করল ওরা, জানি না।’

স্থানীয় বাসিন্দাদের বিষয়টি চোখে পড়লে খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খুন নাকি আত্মহত্যা সেটাই খতিয়ে দেখবে পুলিশ।