ভোটের মুখে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার বদল

সূর্যপ্রতাপ যাদব (Surya Pratap Yadav) এতদিন বিধাননগর পুলিশ কমিশনারেটে ছিলেন। বিধাননগরের ডিসি সদর ছিলেন তিনি।

ভোটের মুখে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার বদল
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Apr 21, 2021 | 3:28 PM

মুর্শিদাবাদ: ফের ভোটের মুখে পুলিশ সুপার (West Bengal elections 2021) বদল। জঙ্গিপুর পুলিশ জেলার নতুন পুলিশ সুপার হলেন সূর্যপ্রতাপ যাদব। এতদিন এই পদে ছিলেন ওয়াই রঘুবংশী। সূত্রের খবর, তিনি করোনা আক্রান্ত হন। ভোটের আবহে কাজে যাতে কোনওরকম সমস্যা না হয়, সে কথা মাথায় রেখে এরপরই বদল করা হয় পুলিশ সুপার।

সূর্যপ্রতাপ যাদব এতদিন বিধাননগর পুলিশ কমিশনারেটে ছিলেন। বিধাননগরের ডিসি সদর ছিলেন তিনি। ভোটের মুখে তাঁকে নিয়ে যাওয়া হল মুর্শিদাবাদের জঙ্গিপুরে। প্রসঙ্গত, আগামী ২৬ এপ্রিল সপ্তম দফায় জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ।

ইতিমধ্যেই করোনা জোয়ারে বিপর্যস্ত ভোটের বাংলা। রোজই লাফিয়ে বাড়ছে একদিনে সংক্রমণ। মৃত্যুও বাড়ছে সেই হারে। মঙ্গলবারই একদিনে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৮১৯ জন। মৃত্যু হয়েছে ৪৬ জনের। মুর্শিদাবাদেই একদিনে আক্রান্ত ৩৮৯ জন। মারাও গিয়েছেন একজন। সবমিলিয়ে পরিস্থিতি খুবই উদ্বেগের।

সূত্রের খবর, ওয়াই রঘুবংশী ও তাঁর পরিবারও করোনা ভাইরাসে আক্রান্ত হন। হোম আইসোলেশনেই ছিলেন তাঁরা। এরপরই জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়। সে কারণেই তড়িঘড়ি প্রশাসনিক এই রদবদল।