Santipur: কংগ্রেস নেতার বাড়ি লক্ষ্য করে পরপর বোমাবাজি, তপ্ত শান্তিপুর
Nadia: জানা গিয়েছে, কংগ্রেস ওই কর্মী হরিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য। এদিন তাঁর বাড়ি লক্ষ্য করে পরপর চারটি বোমা মারা হয়। তার মধ্যে দুটি বোমা বিস্ফোরণ হয়। এমনকী, সদস্যের বাড়ির উঠোনে পড়েছিল আরও দু'টি বোম উদ্ধার করে পুলিশ।
শান্তিপুর: অশান্ত নদিয়ার শান্তিপুর। কংগ্রেস কর্মীর বাড়ি লক্ষ্য করে লাগাতার বোমাবাজি। তাঁর টিনের ঘর লক্ষ্য করে চারটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটে নদিয়া শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের সদস্য হরিপদ বিশ্বাসের বাড়িতে। এই ঘটনায় লিখিত উপযোগ দায়ের করা হয়েছে শান্তিপুর থানায়।
জানা গিয়েছে, কংগ্রেস ওই কর্মী হরিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য। এদিন তাঁর বাড়ি লক্ষ্য করে পরপর চারটি বোমা মারা হয়। তার মধ্যে দুটি বোমা বিস্ফোরণ হয়। এমনকী, সদস্যের বাড়ির উঠোনে পড়েছিল আরও দু’টি বোম উদ্ধার করে পুলিশ। তবে কী কারণে এই বোমাবাজি তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনা নিয়ে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ তদন্ত শুরু করলো এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
হরিপদ বিশ্বাস বলেন, “শনিবার রাত্রি পৌনে একটা নাগাদ আচমকা চারটে বোমা মারা হয়। তবে কে বা কারা বোমা মেরেছে বলতে পারব না। হতে পারে আমি পঞ্চায়েত সদস্য সেই কারণে এমন বোমাবাজি করতে পারে। ”