Naihati’s Boroma: রাস্তায় নামল ১০০০ পুলিশ, নৈহাটির বড়মা-র পুজোয় হঠাৎ কী হল?

Naihati's Boroma: বড়-মায়ের বিসর্জন না হলে নৈহাটির কোন প্রতিমাই বিসর্জন শুরু হয় না। এটাই রীতি নৈহাটির। প্রথমে মায়ের অলঙ্কার খুলে বড় মাকে ফুল দিয়ে রাজ সজ্জা সাজানো হয়। তারপর দেবীকে গঙ্গায় নিয়ে যাওয়া হয়।

Naihati's Boroma: রাস্তায় নামল ১০০০ পুলিশ, নৈহাটির বড়মা-র পুজোয় হঠাৎ কী হল?
নৈহাটির বড়মাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2024 | 10:56 AM

নৈহাটি: আজ নৈহাটিতে বড়মার বিসর্জনে বাড়তি নিরাপত্তা প্রশাসনের। শোভাযাত্রা সুষ্ঠুভাবে করতে মোতায়েন থাকবে এক হাজার পুলিশ। গঙ্গাবক্ষে থাকবে পুলিশের কড়া নজরদারি। থাকছে ওয়াচ টাওয়ারও। এবছর ১০০ বছরে পা দিয়েছে নৈহাটির বড় মার পুজো।

বড়-মায়ের বিসর্জন না হলে নৈহাটির কোন প্রতিমাই বিসর্জন শুরু হয় না। এটাই রীতি নৈহাটির। প্রথমে মায়ের অলঙ্কার খুলে বড় মাকে ফুল দিয়ে রাজ সজ্জা সাজানো হয়। তারপর দেবীকে গঙ্গায় নিয়ে যাওয়া হয়।

বাংলার বিখ্যাত এবং জাগ্রত কালী বড়মা। কিন্তু জানেন কি কেন তাঁকে বড়মা ডাকা হয়? আসলে নৈহাটির কালী মা আকারে এবং উচ্চতায় বিশাল, প্রায় ২১ ফুটের কাছাকাছি। সেই কারণেই তাঁকে বড়মা ডাকা হয়। কথায় বলে নৈহাটির বড় মা অত্যন্ত জাগ্রত। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ছুটে যান দেবীর দর্শন পেতে। পুজোর দিন ১০০ কেজির সোনা রূপোর অলঙ্কারে সাজেন দেবী। তবে বিসর্জনের আগে  ফুল দিয়ে রাজ সজ্জায় সাজানো হয়।