School Student Death: ক্লাস চলাকালীন আচমকাই অজ্ঞান ষষ্ঠ শ্রেণির পড়ুয়া, হাসপাতালে নিয়ে যেতেই ছটফটে মেয়েটাকে মৃত ঘোষণা
Nadia School Student Death: ঘটনাটি ঘটেছে নদিয়ার সদ্দার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ে। পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকা ষষ্ঠ শ্রেণিতে পড়ত। নিত্যদিনের মতোই স্কুলে এসেছিল।
নদিয়া: স্কুলে ক্লাস চলছিল। যথারীতি মনোযোগ সহকারে পড়াশোনা করছিল সকলে। সেই সময় আচমকাই অসুস্থ হয়ে পড়লেন এক পড়ুয়া। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে গেলে চিকিৎসকরা জানান ওই নাবালিকার মৃত্যু হয়েছে। এই ঘটনার পর রীতিমতো স্তম্ভিত সকলে। সুস্থ-সবল একটা মেয়ের হঠাৎ কী হল তা ঠাউর করতে পারছেন না কেউই।
ঘটনাটি ঘটেছে নদিয়ার সদ্দার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বর্ষা সর্দার। সে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। নিত্যদিনের মতোই স্কুলে এসেছিল। প্রথম পিরিয়ডের ক্লাস যথারীতি করার পর দ্বিতীয় পিরিয়ডের ক্লাস শুরু হয়। সেই সময় বিপত্তি। ভূগোল ক্লাস করতে-করতে আচমকাই অজ্ঞান হয়ে যায় ওই পড়ুয়া। পড়ে যায় বেঞ্চের তলায়।
এ দিকে, সহপাঠীর এমন অবস্থা দেখে চমকে যায় বাকি সকল পড়ুয়ারাও। শুরু হয় চাঞ্চল্য দ্রুত স্কুলের শিক্ষিকারা মিলে বর্ষার মুখে-চোখে জলের ঝাপটা দিয়ে দেয়। কিন্তু তারপরও জ্ঞান ফেরেনি তার। খবর দেওয়া হয় শিশুটির বাড়িতে। এ দিকে, স্কুলের শিক্ষিকারা মিলে নাবালিকাকে উদ্ধার করে স্থানীয় শক্তিনগর জেলা হাসপাতালে কিন্তু হাসপাতাল চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।
স্কুলের এক শিক্ষক বলেন, “কেন হল এমন বলতে পারব না। তবে ও অজ্ঞান হয়ে যাওয়ার পর দেখি হাত পা কুঁকড়ে গিয়েছে। কথা বলছে না। আর দেরী না করে আমরা ওকে হাসপাতাল নিয়ে আসি। এখানে আসার পর শুনি এই খবর।”