Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মায়ের বয়স ১৩, ‘বাবা’ ১৫! বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল ছেলের বাড়ি, সন্তান হতেই পালাল কিশোর

Nadia: কিশোরীর মায়ের দাবি, তাঁকে মেয়ে জানিয়েছে নবম শ্রেণিতে পড়ে তাদেরই পড়শি যুবক শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করে।

মায়ের বয়স ১৩, 'বাবা' ১৫! বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল ছেলের বাড়ি, সন্তান হতেই পালাল কিশোর
প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 06, 2021 | 5:48 PM

নদিয়া: ছেলেটির বয়স ১৫, মেয়েটি ১৩। আইন বলে এরা কিশোর-কিশোরী। সাবালক হয়নি কেউই। এরই মধ্যে সহবাস, সন্তান! অভিযোগ, মেয়েটির বাড়ি থেকে বিয়ের কথা বলা হয় ছেলেটিকে। আর তার পর থেকেই বেপাত্তা সন্তানের বাবা। চাঞ্চল্যকর এই ঘটনা নদিয়ার রানাঘাটের। কোলের সন্তানকে নিয়ে এখন দিশাহারা সপ্তম শ্রেণির পড়ুয়া ওই মা।

ওই কিশোরীর মা জানান, মেয়ের বয়স অনেকটাই কম। খুব বেশিদিন ঋতুমতীও হয়নি সে। এখন সপ্তম শ্রেণিতে পড়ে। অভিযোগ, ৯ মাস আগে তাঁর মেয়েকে এলাকার এক কিশোর তুলে নিয়ে যায়। এর পর বেশ কিছু মুখ বন্ধ করেই রেখেছিল মেয়ে। কিন্তু ঋতুমতী মেয়ের স্বাভাবিক প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় সন্দেহ হয় মায়ের। তিনি মেয়েকে চেপে ধরতেই সবটা বলে সে। এরপর চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষানিরীক্ষা করে জানায় মেয়ে সন্তানসম্ভবা।

আরও পড়ুন: ‘ল্যাজ ছাড়া হনু ঘুরে বেড়াচ্ছে’, বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে ‘উপহাস’ মমতার

কিশোরীর মায়ের দাবি, তাঁকে মেয়ে জানিয়েছে নবম শ্রেণিতে পড়ে তাদেরই পড়শি যুবক শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করে। এরপরই বিষয়টি জানাজানি হতে, ওই নাবালকের পরিবার বিয়ের প্রতিশ্রুতি দেয়। এরই মধ্যে ওই কিশোরী সন্তানের জন্ম দেয়। কিন্তু বিয়ে না হওয়ায় নানা চাপ আসছিল। এরপরই ওই কিশোর বাড়ি থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।