কৃষ্ণনগরে ফের ঘাসফুলে ভাঙন, মুকুলের হাত ধরে পদ্মযোগ ৫০০ তৃণমূলীর
বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি তথা কৃষ্ণনগর উত্তরের প্রার্থী মুকুল রায় (Mukul Roy)-এর হাত ধরে তৃণমূল ছাত্র পরিষদের নেতা-সহ প্রায় ৫০০ জন কর্মী যোগ দিলেন বিজেপিতে।
নদিয়া: কৃষ্ণনগরে তৃণমূলে ভাঙন অব্যাহত। এবার বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি তথা কৃষ্ণনগর উত্তরের প্রার্থী মুকুল রায় (Mukul Roy)-এর হাত ধরে তৃণমূল ছাত্র পরিষদের নেতা-সহ প্রায় ৫০০ জন কর্মী যোগ দিলেন বিজেপিতে।
মঙ্গলবার কৃষ্ণনগর বেলেডাঙ্গা বিজেপির কার্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতা ও কর্মীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন মুকুল রায়। একুশের নির্বাচন ( West Bengal Assembly Electiion 2021) শুরু হতে বাকি মোটে আর চারদিন। কিন্তু এখনও শিবিরবদল চলছে। চলছে তৃণমূল ও বিজেপিতে তারকাদের যোগদান পর্বও। সোমবারই কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায় বিজেপি প্রার্থী মহাদেব সরকারের হাত ধরে প্রায় ৫০ টি পরিবারের সদস্য বিজেপিতে যোগদান করেছেন। আর এদিন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের নেতা সহ প্রায় ৫০০ জন কর্মী নাম লেখালেন বিজেপিতে।
এদিন তৃণমূলত্যাগীদের হাতে পদ্ম পতাকে তুলে দিয়ে মুকুল রায় বলেন, “এই বিধানসভা নির্বাচনেই যে, তৃণমূল কংগ্রেস বিদায় নিচ্ছে তা নিশ্চিত। সবাইকে সঙ্গে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ ভাবে লড়তে হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের এক ছাত্রনেতা বিজেপিতে যোগ দেওয়ার পর বলেন, “আমরা ২০০৮ সাল থেকে তৃণমূল কংগ্রেস করছিলাম। কিন্তু এই তৃণমূল কংগ্রেস দলটা একটা কোম্পানিতে পরিণত হয়েছে। আর আমাদের সৌভাগ্য এত বড় একজন নেতার হাত ধরে আমরা বিজেপিতে যোগদান করতে পারলাম।”
আরও পড়ুন: ‘সরকার মিথ্যা মামলায় ফাঁসালেও জিতব আমরাই’! কোন মন্ত্রে জয়, জানালেন মুকুল
প্রসঙ্গত, দু’ দশক বাদে ভোটের ময়দানে সরাসরি অবতীর্ণ হয়েছেন মুকুল রায়। এর আগে মাত্র একবারই জনপ্রতিনিধি হওয়ার লড়াইয়ে নেমেছিলেন মুকুল। ২০০১ সালে উত্তর ২৪ পরগনার জগদ্দল থেকে ভোটে লড়ে হেরে যান। এরপর মাঝের দীর্ঘ সময় রাজ্যসভার সাংসদ থেকে কেন্দ্রীয় মন্ত্রী, নানা দায়িত্ব তিনি সামলেছেন। তবে ভোটে লড়েননি আর। এরপর তৃণমূল ছেড়ে বিজেপির সঙ্গে রাজনীতির নতুন ইনিংস শুরু হল মুকুলের। তাঁর উল্টোদিকে রয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। স্বাভাবিকভাবেই নদিয়া জেলার অন্যতম চমক কৃষ্ণনগর উত্তর কেন্দ্র।