West Bengal Panchayat Elections 2023: ইট দিয়ে মাথায় আঘাত, হাসপাতালে ভর্তিতেও বাধা, CPM প্রার্থীর শ্বশুরকে খুনের অভিযোগ তৃণমূলর বিরুদ্ধে
West Bengal Panchayat Elections 2023: ঘটনাস্থল নবদ্বীপ বিধানসভার কৃষ্ণনগর কোতয়ালি থানার আনন্দবাস এলাকার ঘটনা। সিপিএম এর অভিযোগ, ভোটের দিন তৃণমূল প্রার্থী জিন্নাত শেখ বুথের সামনে বোমাবাজি করতে থাকেন।
নবদ্বীপ: ভোটের দিন বেধড়ক মারধর করা হয়েছিল সিপিএম প্রার্থীর (CPM) শ্বশুরকে। এমনটাই দাবি পরিবারের। সেই ঘটনার দু’দিন বাদে মৃত্যু হল ওই ব্যক্তির। মৃতের নাম সুকুর আলি শেখ।
ঘটনাস্থল নবদ্বীপ বিধানসভার কৃষ্ণনগর কোতয়ালি থানার আনন্দবাস এলাকার ঘটনা। সিপিএম এর অভিযোগ, ভোটের দিন তৃণমূল প্রার্থী জিন্নাত শেখ বুথের সামনে বোমাবাজি করতে থাকেন। এরপর প্রতিবাদ করেন সুকুর। তখন ওই ব্যক্তিকে মারধর করা হয়েছিল বলে খবর। শুধু তাই নয়, ইট দিয়ে মাথায় মারা হয় তাঁর। অভিযোগ, হাসপাতালে ভর্তি করতে গেলে সেখানেও বাধা দেয় তৃণমূল।
ফলে বাড়িতেই চিকিৎসক ডেকে সুকুরের চিকিৎসা করানো হয়। কিন্তু আজ ফের বুকে ব্যথা অনুভব করেন ওই ব্যক্তি। তড়িঘড়ি তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মৃতের ছেলে বলেন, “আমি পোলিং এজেন্ট ছিলাম। জিনাত শেখ বলেন আমার বিরুদ্ধে তুই এজেন্ট হবি কেন? বেলই মারে। তারপর ঘর থেকে বের করে দেয়। সেই সময় লাইনে দাঁড়িয়েছিলেন আমার বাবা। তাঁকেও লাইন থেকে বের করে নিয়ে আসেন। এরপর আমার বাবাকে মারধর করে। গ্রামবাসীদের সহায়তায় উনি বাঁচলেও হাসপাতালে নিয়ে যেতে দেয়নি। বাড়িতেই চিকিৎসা চলছিল। কিন্তু আজ খুব বুকে ব্যথা হয় বাবার। আর তখনই মৃত্যু হয়।” যদিও, এই বিষয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।