Medinipur Medical College: সদ্যোজাত শিশুর মৃত্যু, হাসপাতালের দিকে আঙুল তুললেন পরিজনরা
জানা গিয়েছে, শুক্রবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে শিশু কন্যার জন্ম দেন আনন্দপুর থানার কানাশোল গ্রামের এক প্রসূতি। সন্তান প্রসবের পর থেকেই সদ্যোজাতকে রাখা হয়েছিল অবজারভেশনে। মৃত শিশুর পরিজনদের দাবি, শনিবার দুপুর বারোটা নাগাদ সদ্যোজাতর মৃত্যু হলেও দীর্ঘক্ষণ জানানো হয়নি তাঁদের।

মেদিনীপুর: সদ্যোজাত শিশুর মৃত্যুকে ঘিরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রীতিমতো তুলকালাম পরিস্থিতি। মাতৃমার সামনে ক্ষোভে ফেটে পড়ল মৃত শিশু কন্যার পরিবার-পরিজনরা। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে শিশু কন্যার।
জানা গিয়েছে, শুক্রবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে শিশু কন্যার জন্ম দেন আনন্দপুর থানার কানাশোল গ্রামের এক প্রসূতি। সন্তান প্রসবের পর থেকেই সদ্যোজাতকে রাখা হয়েছিল অবজারভেশনে। মৃত শিশুর পরিজনদের দাবি, শনিবার দুপুর বারোটা নাগাদ সদ্যোজাতর মৃত্যু হলেও দীর্ঘক্ষণ জানানো হয়নি তাঁদের। অবশেষে শনিবার বিকেল নাগাদ মৃত্যু সংবাদ জানানো হয় পরিবারকে। এই ঘটনার পরেই চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তুলে সরব মৃত শিশুর পরিজনরা।
‘মাতৃমার’ নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গেও ব্যাপক বচসা হয় মৃতের পরিজনদের। পরিস্থিতি সামলাতে হাসপাতালে পৌঁছেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। মৃত শিশুর বাবা বলেন, “কালকে ১১টা ৫০ জন্ম হয়েছে। তারপর আমার মাকে একবার দেখিয়েছে। এরপর থেকে বাচ্চাটাকে আর দেখায়নি। আজ সকালে বাচ্চা মারা গেছে সেটা নাকি তিনবার মাইকে অ্যানাউন্স করেছে। এতবার ঘোষণা করল আর শুনতে পেলাম না? আমার মাকে জানাল না কেন?”
