AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bagda: ছাত্রীদের মারে মাথা ফাটল সহ প্রধান শিক্ষকের, কারণ ভয়ঙ্কর

Bagda School: উত্তর ২৪ পরগনার বাগদার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষকের বিরুদ্ধেই অভিযোগ ওঠে। ছাত্রীরা অভিযোগ করেন, ওই শিক্ষক একাধিক ছাত্রীকে অশালীন কথা বলেছেন এবং বাজে ইঙ্গিত করেছেন। এর আগেও একাধিক ছাত্রীকে ডেকে অশালীন ইঙ্গিত করতেন বলে অভিযোগ।

Bagda: ছাত্রীদের মারে মাথা ফাটল সহ প্রধান শিক্ষকের, কারণ ভয়ঙ্কর
বাগদার স্কুলে বিক্ষোভImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 15, 2025 | 2:55 PM
Share

উত্তর ২৪ পরগনা:  ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে ধুন্ধুমার বাগদার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ে। ছাত্র-ছাত্রীদের মারে মাথা ফাটল শিক্ষকের। পরিস্থিতি মারাত্মকভাবে উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক। তাঁর বক্তব্য, যড়যন্ত্র করে তাঁকে ফাঁসানো হচ্ছে। আর সেটা করতেই এই ধরনের অপবাদ।

উত্তর ২৪ পরগনার বাগদার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষকের বিরুদ্ধেই অভিযোগ ওঠে। ছাত্রীরা অভিযোগ করেন, ওই শিক্ষক একাধিক ছাত্রীকে অশালীন কথা বলেছেন এবং বাজে ইঙ্গিত করেছেন। এর আগেও একাধিক ছাত্রীকে ডেকে অশালীন ইঙ্গিত করতেন বলে অভিযোগ।

সম্প্রতি এই অভিযোগ আনে একাদশ শ্রেণির ছাত্রী। আর তারই প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে একাদশ শ্রেণির পড়ুয়ারা। মঙ্গলবার স্কুলে পরীক্ষা ছিল। কিন্তু সেই পরীক্ষা বন্ধ রেখেই স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্রীরা। মুহূর্তের মধ্যে তার আঁচ ছড়িয়ে পড়ে গোটা স্কুলে। বাকি ক্লাসের পড়ুয়ারাও যোগ দেয়।

পরবর্তীতে বাগদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। স্কুল থেকে শিক্ষককে উদ্ধার করতে গেলে পুলিশের হাত থেকে শিক্ষককে ছড়িয়ে নেওয়ার চেষ্টা চালায় ছাত্রছাত্রীরা । ছাত্র-ছাত্রীদের মারে মাথা ফাটে শিক্ষকের । পরবর্তীতে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা শিক্ষকের শাস্তির দাবিতে বাগদা থানার সামনেও বসে অবস্থান বিক্ষোভ শুরু করে ।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক। তিনি দাবি করেছেন, তিনি সহ প্রধান শিক্ষক হওয়ায় অনেক শিক্ষকরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই অভিযোগ করিয়েছেন ।