Sandeshkhali: কোমরে ইট, হাত-পা বাঁধা, সন্দেশখালির পুকুর থেকে ভয়াবহ অবস্থায় উদ্ধার যুবতী দেহ

Sandeshkhali: স্থানীয় সূত্রে খবর, গত ৪ তারিখ থেকে খোঁজ মিলছিল না শরমার। ন্যাজাট থানায় নিখোঁজ ডায়েরিও করে পরিবারের লোকজন। আশপাশের এলাকাতে খোঁজ চালিয়েও শরমার দেখা মেলেনি। মাঠে নামে পুলিশও। এরইমধ্যে এদিন ভোরে ঘোষপুর এলাকার একটি পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

Sandeshkhali: কোমরে ইট, হাত-পা বাঁধা, সন্দেশখালির পুকুর থেকে ভয়াবহ অবস্থায় উদ্ধার যুবতী দেহ
এলাকায় উত্তেজনা Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 07, 2024 | 12:10 PM

সন্দেশখালি: হাত-পা বাঁধা অবস্থায় সন্দেশখালিতে পুকুর থেকে উদ্ধার আদাবাসী যুবতীর দেহ। নাম শরমা মুন্ডা (১৮)। যখন তাঁকে উদ্ধার করা হয় সেই সময় তাঁর কোমরে ইটও বাঁধা ছিল বলে জানা যাচ্ছে। চাঞ্চল্যকর ঘটনা সন্দেশখালির ন্যাজাট থানার ঘোষপুর এলাকায়। খুনের অভিযোগ পরিবারের। কিন্তু, কে বা কারা, কোন উদ্দেশ্যে খুন করেছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ন্যাজাট থানার পুলিশ। দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বসিরহাট হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয় সূত্রে খবর, গত ৪ তারিখ থেকে খোঁজ মিলছিল না শরমার। ন্যাজাট থানায় নিখোঁজ ডায়েরিও করে পরিবারের লোকজন। আশপাশের এলাকাতে খোঁজ চালিয়েও শরমার দেখা মেলেনি। মাঠে নামে পুলিশও। এরইমধ্যে এদিন ভোরে ঘোষপুর এলাকার একটি পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। খবর চাউর হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়।  

প্রাথমিক তদন্তে পুলিশেরও অনুমান এটা খুনের ঘটনা। কেউ বা কারা তাঁকে হাত-পা বেঁধে জলে ফেলে দিয়েছে। কিন্তু, তার আগে তার উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে কিনা তা বোঝার চেষ্টা করছে পুলিশ। পরিবারের লোকজনের পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকেও।