মেলেনি বেড-অক্সিজেন, মৃত্যুর ১২ ঘণ্টা পরও বড়িতেই পড়ে রইল করোনা আক্রান্ত প্রাক্তন পুলিশকর্মীর দেহ

পরিবারের দাবি, কোনও সাহায্যই মেলেনি। চিকিৎসাও পাননি তিনি। তারপর দেহ পড়ে থাকার ঘটনা।

মেলেনি বেড-অক্সিজেন, মৃত্যুর ১২ ঘণ্টা পরও বড়িতেই পড়ে রইল করোনা আক্রান্ত প্রাক্তন পুলিশকর্মীর দেহ
Follow Us:
| Updated on: Apr 24, 2021 | 10:03 PM

গাইঘাটা: করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে উঠে আসছে একের পর এক মর্মান্তিক ছবি। কোথাও মিলছে না বেড, কোথাও অক্সিজেনের জন্য হাহাকার। আর এ ভাবেই চিকিৎসা না পেয়ে বাড়িতেই মৃত্যু হল প্রাক্তন পুলিশকর্মীর। আর সেই ব্যক্তির দেহ বাড়িতে পড়ে রইল ঘণ্টার পর ঘণ্টা। মৃত্যুর পর প্রায় ১২ ঘণ্টা পর পর্যন্তও দেহ পড়ে ছিল বাড়িতেই। মেলেনি কোনও সাহায্য।

গাইঘাটা থানার চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকার বাসিন্দা ওই ব্যক্তির বয়স হয়েছিল ৭৯ বছর। কয়েকদিন আগেই প্রাক্তন পুলিশকর্মী দুলাল চন্দ্র মজুমদার করোনা আক্রান্ত হন। শুক্রবার দুপুরে পজেটিভ রিপোর্ট হাতে পান তাঁর পরিবার। এরপর থেকেই দুলাল বাবুর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।

পরিবারের দাবি বিভিন্ন হাসপাতালে ভর্তি করার চেষ্টা করেও কোন জায়গাতেই বেড মেলেনি। এমনকি অক্সিজেন বা অ্যাম্বুলেন্সও যোগাড় করতে পারেনি পরিবারের লোকেরা। বাড়িতেও কোনও চিকিৎসা করানো সম্ভব হয়নি তাঁকে। পরিবারের দাবি শনিবার ভোররাতে বাড়িতেই মৃত্যু হয় দুলাল চন্দ্র মজুমদারের। তারপর থেকেই মৃতদেহ দীর্ঘক্ষণ পড়ে ছিল ঘরের মধ্যে। দেহ সৎকারের কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। পরে বিকেল সাড়ে ৫ টা নাগাদ স্বাস্থ্য দফতর থেকে দেহ নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: কোভিড আক্রান্ত সাহিত্যিক বুদ্ধদেব গুহ

অক্সিজেন বা বেড নিয়ে মর্মান্তিক ছবি দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি বাংলা থেকেও সামনে আসছে।  এরই মধ্যে প্রত্যেকদিন করোনার গ্রাফ উর্ধ্বমুখী হচ্ছে। আক্রান্তের নিরিখে পয়লা নম্বরেই রয়েছে কলকাতাই। শনিবার সন্ধের বুলেটিন অনুযায়ী, শহরে একদিকে ২,৯৭০ জন শনাক্ত হয়েছেন এই ভাইরাসে। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ২,৮২১। কলকাতায় একদিনে ২০ জন এবং উত্তর ২৪ পরগনার ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গোটা রাজ্যে দৈনিক সংক্রমণের হার ১৪ হাজার পেরিয়ে গিয়েছে। নতুন করে প্রায় ৬০ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়।