Post Poll Violence: ‘সব রিপোর্ট জমা দেব’, বাংলায় ঘোরার পর বলে গেল BJP-র কেন্দ্রীয় টিম

Post Poll Violence: মঙ্গলবার আমতলার আধারবেড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আধারবেড়ি গ্রামে এসেছেন বিজেপির প্রতিনিধি দল। তাদের সঙ্গে রয়েছেন অগ্নিমিত্রা পাল, ফাল্গুনি পাত্র সহ চার সাংসদ। বিজেপি নেতৃত্বের দাবি, ভোটের পর থেকে তৃণমূলের অত্যাচারে ঘর ছাড়া একাধিক বিজেপি কর্মী।

Post Poll Violence: 'সব রিপোর্ট জমা দেব', বাংলায় ঘোরার পর বলে গেল BJP-র কেন্দ্রীয় টিম
আমডাঙায় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 18, 2024 | 2:57 PM

আমতলা: ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে আমতলায় বিজেপি-র প্রতিনিধি দল। আক্রান্ত নেতা-কর্মীদের অভাব অভিযোগ শুনলেন বিপ্লব দেব, রবীশঙ্কর প্রসাদরা। হিংসার বিষয় খতিয়ে দেখতে তিনটি হটস্পটে নজর বিজেপির প্রতিনিধি দলের। সন্দেসখালি, জয়নগরেও যাওয়ার কথা তাঁদের।

মঙ্গলবার আমতলার আধারবেড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আধারবেড়ি গ্রামে এসেছেন বিজেপির প্রতিনিধি দল। তাদের সঙ্গে রয়েছেন অগ্নিমিত্রা পাল, ফাল্গুনি পাত্র সহ চার সাংসদ। বিজেপি নেতৃত্বের দাবি, ভোটের পর থেকে তৃণমূলের অত্যাচারে ঘর ছাড়া একাধিক বিজেপি কর্মী। কার্যত পুরুষ শূন্য গ্রাম। ভয়ে-আতঙ্কে বাড়ি ফিরতে পারছেন না তাঁরা। এ প্রসঙ্গে রবিশঙ্কর প্রসাদ বলেন, “গ্রামে একজন পুরুষকে দেখতে পাচ্ছেন? ভাঙা বাড়ি চারিদিকে। গ্রামে ঢুকতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কোন সন্ত্রাস চলছে?” বিপ্লব দেব বলেন, “গ্রামে গঞ্জে মহিলারা থাকতে পারছেন না। কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের পাঠিয়েছে। সব রিপোর্ট দেব। বিজেপি কর্মীদের ন্যায় দিতে যা যা করতে হবে করব।”

স্থানীয় এক বাসিন্দা বলেন, “প্রায় ৫০-৬০টি ঘর গ্রাম ছাড়া। রাত্রিবেলা তৃণমূলের লোকজন ওদের হুমকি দিত। তারপর থেকে এখনও ওরা বাড়ি ফিরতে পারেনি। কেউ আত্মীয়র বাড়িতে লুকিয়ে আছে। কেউ আবার অন্য কোথাও।”