Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali: ‘নিভছে’ তৃণমূল? ১২ বছর পর সন্দেশখালিতে উড়ল লাল-ঝান্ডা

Sandeshkhali: সন্দেশখালি দু'নম্বর ব্লকের কড়াকাটি অঞ্চলের ধুচনিখালি বাজারের ঘটনা। সেখানে দীর্ঘ বারো বছর পর দখল হওয়া পার্টি অফিস পুনরুদ্ধার করল বামেরা। সিপিএমের অভিযোগ, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরই এলাকায় তাদের পার্টি অফিস দখল করে নিয়ে সেখানে নিজেদের পতাকা লাগায়। এমনকী অভিযোগ, কয়েকজন দলীয় নেতা,কর্মীকে মারধরও করা হয়।

Sandeshkhali: 'নিভছে' তৃণমূল? ১২ বছর পর সন্দেশখালিতে উড়ল লাল-ঝান্ডা
সন্দেশখালিতে উড়ল লাল পতাকাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 10, 2024 | 10:11 AM

সন্দেশখালি: গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দাররা। তাঁদের বিরুদ্ধে উঠেছে ভুরি-ভুরি অভিযোগ। কিছু কিছু জায়গায় গ্রামবাসীরা প্রশাসনের তৎপরতায় নিজেদের হারানো জমি ফিরেও পেয়েছেন। এই আবহে এবার সিপিএম-ও নিজেদের হারিয়ে যাওয়া পার্টি অফিস পুনরুদ্ধার করেছে।

সন্দেশখালি দু’নম্বর ব্লকের কড়াকাটি অঞ্চলের ধুচনিখালি বাজারের ঘটনা। সেখানে দীর্ঘ বারো বছর পর দখল হওয়া পার্টি অফিস পুনরুদ্ধার করল বামেরা। সিপিএমের অভিযোগ, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরই এলাকায় তাদের পার্টি অফিস দখল করে নিয়ে সেখানে নিজেদের পতাকা লাগায়। এমনকী অভিযোগ, কয়েকজন দলীয় নেতা,কর্মীকে মারধরও করা হয়।

অবশেষে শনিবার ঘাসফুলের পতাকা সরিয়ে ফেললেন বাম কর্মীরা। সেখানে লাগিয়ে দেওয়া লাল ঝান্ডা। ফেস্টুন সরিয়ে ফেলা হয় শনিবার। সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার বলেন,”দলীয় কার্যালয়টি তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছিল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ভয়ে আমার এতদিন সরব হতে পারিনি। আজ আমাদের ছেলেরা নিজের বাড়ি ফিরে পেয়েছে। এ পার্টি অফিসে এসে গরিব মানুষের। তাঁরা তাঁদের নিজেদের সুখ-দুঃখের কথা জানাবেন এখানে।” যদিও, এই নিয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এদিন সিপিআইএম নেতা পলাশ দাস দলীয় পতাকা উত্তোলন করে উদ্ধার হওয়া পার্টি অফিসের ফের সূচনা করেন। উপস্থিত ছিলেন কড়াকাটি অঞ্চলের প্রাক্তন প্রধান সত্যেন্দ্রনাথ গায়েন, ডি ওয়াই এফ আই এর ছাত্রনেতা কারিবুল্লা মোল্লা সহ একাধিক স্থানীয় নেতৃত্ববৃন্দ।