Sandeshkhali-BJP: দু’মুখো রবিবার- ব্রিগেড আর সন্দেশখালি, আজ কোন দিকে হবে পাল্লা ভারী?
Sandeshkhali-BJP: লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালি যে বিরোধীদের কাছে একটা বড় ইস্যু, তা বলাই বাহুল্য। গত ১০ দিনে বাংলায় চারটি সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবকটিতেই সন্দেশখালি প্রসঙ্গ উঠে এসেছে। আর আজ সেই সন্দেশখালিতে গিয়েই বার্তা দেবেন সুকান্ত-শুভেন্দুরা
সন্দেশখালি: শহরের প্রাণকেন্দ্রে আজ মেগা সভা তৃণমূলের। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ শাসক দলের প্রথম সারির নেতা-নেত্রীদের দেখা যাবে মঞ্চে। আর অন্যদিকে, শহর থেকে দূরে আরও একটি জনসভার প্রস্তুতি চলছে পুরোদমে। হাওড়া-শিয়ালদহ থেকে যখন বিভিন্ন জেলার মানুষ ব্রিগেডের দিকে যাচ্ছে, তখন রায়মঙ্গল, কালিন্দী নদীর বুকে দেখা যাচ্ছে গেরুয়া পতাকায় মোড়া একাধিক নৌকা ও লঞ্চ। জলপথে সন্দেশখালি যাচ্ছেন বহু মানুষ। রবিবার ন্যাজাটে প্রতিবাদ সভায় থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্ব। সেই সভায় যোগ দিতেই যাচ্ছেন কর্মী-সমর্থকেরা।
স্থলপথে ও জলপথে বহু লোক যাচ্ছে সন্দেশখালি যাচ্ছে এদিন। ব্রিগেডের সভার দিনেই কার্যত সন্দেশখালিতে আজ শক্তি প্রদর্শন বিজেপির। হাইকোর্টের নির্দেশ নিয়েই এই সভার আয়োজন করা হয়েছে। এর আগে সন্দেশখালিতে প্রবেশ করার সময় বারবার বাধার মুখে পড়তে হয়েছে সুকান্ত-শুভেন্দুদের। কেন্দ্রীয় দলও ঢুকতে পারেনি ওই দ্বীপ এলাকায়। আজ সেখানে গিয়ে বঙ্গ বিজেপি কী বার্তা দেয়, সেদিকে তাকিয়ে থাকবে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।
লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালি যে বিরোধীদের কাছে একটা বড় ইস্যু, তা বলাই বাহুল্য। গত ১০ দিনে বাংলায় চারটি সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবকটিতেই সন্দেশখালি প্রসঙ্গ উঠে এসেছে। আজ যখন ব্রিগেডে মমতা-অভিষেক রাজ্যের উন্নয়নের কথা তুলে ধরবেন, তখন মহিলাদের ওপর হওয়া অত্য়াচার নিয়ে সরব হবে বঙ্গ বিজেপি।
এদিকে, ১০ দিনের পুলিশ হেফাজত শেষে আজ রবিবারই আদালতে পেশ করা হচ্ছে শেখ শাহজাহানকে।