Sheikh Shajahan Arrest LIVE: উড়ছে লাল আবির, জয় শ্রীরাম স্লোগান, সন্দেশখালিতে যেন অকাল দোল
Sheikh Shajahan Arrest: তৃণমূলের তরফে বলা হয়েছিল আগামী ৭ দিনের মাথায় গ্রেফতার হবেন তৃণমূল নেতা শেখ শাহজাহান। তবে দলের ডেটলাইনের তিনদিনের মাথায় গ্রেফতার হলেন তিনি। সন্দেশখালির আকুঞ্জিপাড়া থেকে গ্রেফতার করা হল তাঁকে। এক নজরে সব আপডেট...
বিরোধীরা বলছিলেন কবে গ্রেফতার হবে? সাধারণ মানুষের প্রশ্ন ছিল কবে গ্রেফতার হবেন। অবশেষ সেই দিন এল। ইডি উপর হামলার ৫৬ দিন পর পুলিশের হাতে গ্রেফতার হলেন তৃণমূল নেতা শেখ শাহজাহান। সন্দেশখালির আকুঞ্জিপাড়া এলাকা থেকে গ্রেফতার হলেন তিনি। এলাকার মানুষ বারবার বলছিলেন, সন্দেশখালিতেই রয়েছেন শাহজাহান। কিন্তু তারপরও তাঁকে গ্রেফতার করা যাচ্ছিল না। কেন গ্রেফতার হচ্ছিলেন না সেই নিয়ে প্রশ্ন উঠছে। এ দিকে, আজই শেখ শাহজাহানকে তোলা হবে বসিরহাট আদালতে।
LIVE NEWS & UPDATES
-
শাহজাহানের পর এবার গ্রেফতার আমির আলি গাজিও
এবার শেখ শাহজাহানের অন্যতম ঘনিষ্ঠ অনুগামী আমির আলি গাজিকেও গ্রেফতার করল পুলিশ। এই ব্যক্তির ভূমিকা শাহজাহানের ‘ডান হাতের’ মতো ছিল বলে পুলিশ সূত্রে খবর। জানা যাচ্ছে, আদালতে এক মহিলার দেওয়া গোপন জবানবন্দিতে উঠে এসেছিল এই ব্যক্তির নাম। অবশেষে আজ আমির আলিকে গ্রেফতার করল পুলিশ।
বিস্তারিত পড়ুন: কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার শাহজাহানের ‘ডান হাত’
-
তৃণমূল থেকে সাসপেন্ড শেখ শাহজাহান
শেখ শাহজাহান গ্রেফতার হতেই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল তৃণমূল। আগামী ৬ বছরের জন্য তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হল শাহজাহানকে। এদিন কলকাতা থেকে সাংবাদিক বৈঠক করে ডেরেক ও’ব্রায়েন, ব্রাত্য বসু, কাকলি ঘোষ দস্তিদাররা তৃণমূলের তরফে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
বিস্তারিত পড়ুন: গোড়া থেকে ছেঁটে ফেলল শাহজাহানকে, গ্রেফতার হতেই কী ‘শাস্তি’ দিল তৃণমূল
-
-
সন্দেশখালিতে অকাল হোলি
-
এবার থেকে শাহজাহানের মামলা তদন্ত করবে CID
বিস্তারিত পড়ুন: এবার থেকে শাহজাহানের মামলা তদন্ত করবে CID
-
‘শাহজাহান যেন জামাই রাজা! পুলিশের সাহস নেই ওর হাত ধরার, কোমরে দড়ি পরানো দূরের কথা’
বিস্তারিত পড়ুন: Seikh Sahajahan Arrest: ‘শাহজাহান যেন জামাই রাজা! পুলিশের সাহস নেই ওর হাত ধরার, কোমরে দড়ি পরানো দূরের কথা’
-
-
‘খুব ভয় পেতাম’, শাহজাহান গ্রেফতার, আতঙ্কমুক্ত সন্দেশখালি!
-
‘ও ননদী, আর দু’মুঠো চাল…’, শাহজাহানের গ্রেফতারি নিয়ে বলতে গিয়ে গান গাইলেন দীপাঞ্জন
-
স্করপিও গাড়িতে সন্দেশখালির ‘বাঘ’
বসিরহাট থেকে সোজা কলকাতার ভবানী ভবনে শেখ শাহজাহান। পিছনের গেট অর্থাৎ যেখান থেকে মূলত গাড়ি বের হয় সেখান থেকে ভিতরে ঢুকলেন শাহাজাহান। স্করপিও গাড়ির মধ্যে দিয়ে ভিতরে ঢোকানো হল তাঁকে।
-
আদালতের ভিতরে শাহজাহানকে নিয়ে কী কী জানাল পুলিশ?
বৃহস্পতিবার গ্রেফতারির পর বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। বিচারকের কাছে তাঁকে জামিন দেওয়ার আবেদন জানান শাহজাহানের আইনজীবী। তবে পাল্টা পুলিশ তাঁর বিরুদ্ধে একাধিক সব বিস্ফোরক নথি তুলে ধরে। পুলিশের অভিযোগ, শেখ শাহজাহানকে তার নিজের এলাকায় প্রভাবশালী। তিনি জামিন পেলে সাক্ষীদের ভয় দেখাতে পারেন। তথ্য প্রমাণ লোপাট করতে পারেন।
বিস্তারিত পড়ুন: তথ্য লোপাট থেকে Ed-র ল্যাপটপ লুঠ, আদালতের ভিতরে শাহজাহানকে নিয়ে কী কী জানাল পুলিশ?
-
শাহজাহানের বিস্ফোরক স্বীকারোক্তি
এতদিনে প্রথম দেখা গেল তাঁকে। বসিরহাট আদালতে পেশ করা হয় সন্দেশখালির বাঘ শেখ শাহজাহানকে। এজলাসে ১০ মিনিটের সওয়াল জবাবেই বিস্ফোরক জবানবন্দি শেখ শাহজাহানের। শাহাজাহান বলেন, “ইডি-র হাতে গ্রেফতারির আশঙ্কায় হামলার নির্দেশ দিয়েছিলাম।” আদালতে জমা পুলিশের নথিতে শাহজাহানের স্বীকারোক্তির উল্লেখ রয়েছে। অর্থাৎ ইডি-র ওপর সন্দেশখালিতে হামলা আদতে পূর্বপরিকল্পিত।
বিস্তারিত পড়ুন: লাখ টাকার স্বীকারোক্তি! ধরা পড়তেই সব পর্দাফাঁস করলেন শেখ শাহজাহান
-
২ দিনে গ্রেফতার সুদীপ্ত সেন, শাহজাহানের জন্য সময় লাগল ৫৬ দিন
৫৬ দিন পর অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন “সন্দেশখালির বাঘ”। তবে এতদিন সময় লাগল কেন? সন্দেশখালি কি এত বড় জায়গা? অশান্তির আগুন জ্বলে ওঠার পর থেকে তো ১৪৪ ধারাও জারি ছিল। তবু কেন শাহজাহানকে নাগালে আসছিলেন না? যেখানে রাজীব কুমারের নেতৃত্বে রাজ্য পুলিশ মাত্র দুইদিনের মধ্যে সারদা কর্তা সুদীপ্ত সেনকে ১৭৪৩ কিলোমিটার পার করে সুদূর কাশ্মীর থেকে গ্রেফতার করে এনেছিল, সেখানেই মাত্র ১৮২ কিলোমিটার আয়তনের সন্দেশখালিতে শাহজাহানকে খুঁজতে কেন এত সময় লাগল?
বিস্তারিত পড়ুন: কাশ্মীর থেকে সুদীপ্ত সেনকে তুলতে ২ দিন লেগেছিল রাজীব কুমারের, শাহজাহানের বেলায় ৫৬ দিন! কেন?
-
১০ দিনের পুলিশি হেফাজত শাহজাহানের
বুধবার রাতেই গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান। বৃহস্পতিবার তাঁকে তোলা হয় বসিরহাট আদালতে। দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া তাঁকে দাবি শাহজাহানের আইনজীবীদের। আদালত সূত্রে খবর, এ দিন ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছিল। তবে বিচারক ১০ দিনের নির্দেশ দিয়েছেন।
বিস্তারিত পড়ুন: ১০ মিনিটেই শেষ সওয়াল-জবাব, ১০ দিনের পুলিশি হেফাজত শাহজাহানের
-
চুরিও করেছেন শাহজাহান!
ইডির করা অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে শাহজাহানকে। সন্দেশখালির “বাঘে”র বিরুদ্ধে কী কী ধারায় মামলা দায়ের করা হয়েছে, তাও জানানো হল। পাশাপাশি পুলিশের তরফে যে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলাতেও শোন অ্যারেস্টের আবেদন জানানো হয়েছে।
বিস্তারিত পড়ুূন: সন্দেশখালিতে ডাকাতি থেকে খুন, শাহজাহানের বিরুদ্ধে কী কী অভিযোগ জানাল পুলিশ?
-
শাহজাহানের গ্রেফতারিতে খুশি রাজ্যপাল
অবশেষে গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান। সন্দেশখালি থেকেই ধরা পড়েছে সেখানকার “বাঘ”। আর শাহজাহানের গ্রেফতারিতে খুশি রাজ্যপাল সিভি আনন্দ বোস। এ দিন মুম্বই থেকে ফিরে তিনি বলেন, “প্রত্যেকের জন্য এটা একটা শিক্ষা।”
বিস্তারিত পড়ুন: ‘বাংলায় আবার আইন-শৃঙ্খলার সূর্যোদয় হবে’, শাহজাহান গ্রেফতারের পর বোসের বার্তা
-
আজই শাহজাহানকে ডেকেছিল ED, তার আগেই পুলিশের জালে ‘বাঘ’, এবার কোন চাল গোয়েন্দার?
মঙ্গলবার রাত্রিবেলা গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান। পুলিশ সূত্রে খবর, মিনাখাঁর বামনপুকুর বাজার এলাকায় খ্রিস্টান পাড়া থেকে গ্রেফতার হয়েছেন তিনি। আর সেই খবর পৌঁছে গিয়েছে ইডি-র সদর দফতরে। পুলিশের পর শাহাজানকে নিজেদের হেফাজতে পেতে মরিয়া গোয়েন্দা আধিকারিকরাও।
বিস্তারিত পড়ুন: আজই শাহজাহানকে ডেকেছিল ED, তার আগেই পুলিশের জালে ‘বাঘ’, এবার কোন চাল গোয়েন্দার?
-
চোখ জল নেই, শুধুই হাসি সন্দেশখালিতে
শুধুই আনন্দ এখন সন্দেশখালিতে। এতদিন শুধুই চোখের জল দেখেছে সন্দেশখালি। এখন হাসছে সেখানকার মানুষজন। শাহজাহানের গ্রেফতারির খবর পেতেই বাধা ভাঙা উচ্ছ্বাস। চলছে মিষ্টি বিতরণ। ফাটছে বাজি। উঠল জয় শ্রী রাম স্লোগান।
-
‘এটা পুলিশের ভুল, হিউম্যান এরর’
নিরাপদ সর্দারের গ্রেফতারি নিয়ে তিনি বলেন, “তারিখ লেখায় ভুল হয়েছে। যে ভুল হয় সেটা দেখতে হয় ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত। এটা হিউম্যান এরর। এখানে কোনও কিছুই ছিল না। যিনি অভিযোগ করেছিলেন তিনি ৯ তারিখ রাত ৯.৫০ নাগাদ অভিযোগ করেন। তার কল ডিটেলস ইত্যাদি দেখে ব্যবস্থা নেওয়া হবে। SP আজকে রিপোর্ট দেবে।”
-
‘কাল রাতেই গ্রেফতার হয়েছেন’
এডিজি সাউথ বেঙ্গল বলেন, “তবে সংবাদ মাধ্যমে লাগাতার বলা হয়েছে পুলিশ ইচ্ছাকৃত ভাবে শাহজাহানকে গ্রেফতার করছে না। আমি স্পষ্ট বলতে চাই এটা ভুল, অপপ্রচার। আইনি বাধ্যবাধকতা ছিল। দিন দুয়েক আগে যখন আদালত বলে গ্রেফতারির উপর কোনও বিধি নিষেধ নেই, তারপর জোর কদমে আমরা তল্লাশি চালাই। এবং মিনাখাঁর থানার বামুন পুকুর থেকে গ্রেফতার করেছি। ওনাকে গ্রেফতার করার পর বসিরহাট কোর্টে নিয়ে যাওয়া হবে। কিছুক্ষণ পর আদলতে তোলা হবে। ১৪৭, ১৪৮ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে। আমাদের উপর আইনি বাধ্য-বাধ্যকতা ছিল ঠিকই। ইডির উপর ছিল না। তারপরও তাঁরা কেন শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি? সেই প্রশ্নও প্রাসঙ্গিক।”
-
‘তথ্য প্রমাণ সংগ্রহ করতে কিছু সময় লাগে’
এডিজি দক্ষিণবঙ্গ বলেন, ‘গত ৭-৮-৯ ফেব্রুয়ারি কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এরপর ইডি-র উপর হামলা ছাড়াও বেশ কয়েকটি অভিযোগ জমা পড়ে। কয়েকটি ধারায় মামলাও শুরু হয়। তবে এই মামলাগুলি সব দু’বছরের পুরনো ঘটনা। দু’দিন বছর আগে যে অভিযোগের ভিত্তিতে মামলা হয় তাতে তদন্ত করতে, তথ্য প্রমাণ সংগ্রহ করতে কিছু সময় লাগে। তবে যে মামলায় আমরা তদন্ত করতে পারতাম (ইডি-র উপর হামলা) সেই মামলায় আমাদের স্থগিতাদেশ ছিল। তাই জন্য গ্রেফতার করা যায়নি।’
-
Ed-র উপর হামলার ঘটনাতেই গ্রেফতার শাহজাহান শেখ জানালেন ADG
এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার বলেন, “গত পাঁচই জানুয়ারি ন্যাজোট থানা এলাকায় অভিযানের সময় ইডি আধিকারিকরা আক্রান্ত হন। সেই ঘটনায় ইডির ডেপুটি ডিরেক্টর একটি নির্দিষ্ট অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ন্যাজোট থানা নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে। তদন্ত শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই উচ্চ-আদালতে ইডির তরফে সেই তদন্তের উপরে স্থগিতাদেশ চাওয়া হয়। সেই আর্জি আদালত মঞ্জুর করে। সুতরাং ওই মামলায় গ্রেফতার করা সহ একাধিক বিষয়ে পুলিশের আইনি বাধা ছিল।”
-
আমি বলেছিলাম প্রত্যেক সুরঙ্গের শেষে আলো অপেক্ষা করে: রাজ্যপাল
রাজ্যপাল সিভি আনন্দ বোস মুম্বই থেকে ফিরে বলেন, “আমি বলেছিলাম প্রত্যেক সুরঙ্গের শেষে আলো অপেক্ষা করে। এটাই হলো গণতন্ত্র। আমরা অপেক্ষা করছিলাম। এটা প্রত্যেকের জন্যই একটা শিক্ষা। আশা করি বাংলায় আবার আইন-শৃঙ্খলার সূর্যোদয় হবে।”
-
শাহজাহানের গ্রেফতারির ক্রেডিট কার?
পুলিশের ভূয়সী প্রশংসায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, আদালতের বাধার জন্যই এতদিন নাকি পুলিশ কাজ করতে পারেননি। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে সেই বাধা সরিয়েছে আদালত।
আরও পড়ুন: শাহজাহানের গ্রেফতারির ক্রেডিট কার? সকালবেলাই টুইট করে জানালেন কুণাল
-
নিরাপত্তার ঘেরাটোপে বসিরহাট কোর্ট
বসিরহাট লকআপে শেখ শাহজাহান। মোতায়েন রয়েছেন প্রচুর পুলিশ আধিকারিক। রয়েছেন মহিলা পুলিশও। গার্ডরেল বসানো হয়েছে। একাধিক পুলিশ কর্তা বসিরহাট মহকুমা আদালতে আসতে শুরু করেছেন। নিরাপত্তার ঘেরাটোপে বসিরহাট। এদিকে, শাহজাহান গ্রেফতার হতেই সন্দেশখালির ২৩ জায়গায় ১৪৪ ধারা।
-
তৃণমূল গ্রেফতারির সময়সীমা বেঁধে দিতেই পুলিশের জালে শাহজাহান?
গ্রামবাসীরা প্রথম থেকেই দাবি করে আসছিলেন, সন্দেশখালিতেই লুকিয়ে রয়েছেন শাহজাহান। তাতে কোনও লাভ হয়নি। তবে তৃণমূলের তরফে গ্রেফতারির সময়সীমা বেঁধে দেওয়ার পরই রাতারাতি পুলিশের জালে উঠে এল শাহজাহান। কীভাবে সম্ভব হল এটা? বিজেপির তরফে উঠছে এই প্রশ্ন।
বিস্তারিত পড়ুন: Sheikh Sahajahan: ‘ভদ্রলোক’, ‘স্বাধীনতা সংগ্রামী’ শেখ শাহজাহানের গ্রেফতার তৃণমূলের বেঁধে দেওয়া সময়েই কেন? উঠছে প্রশ্ন
-
জেনে নিন অভিযোগের শাহজাহাননামা
শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়লেন শেখ শাহজাহান। গত ৫ জানুয়ারি থেকে শেখ শাহজাহানের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি কোথায় আত্মগোপন করেছেন, তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। অবশেষে সন্দেশখালিতে ইডির টিম আক্রান্ত হওয়ার ৫৬ দিনের মাথায় বৃহস্পতিবার পুলিশের হাতে গ্রেফতার হলেন সন্দেশখালির ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ শেখ শাহজাহান।
বিস্তারিত পড়ুন: এতদিনে খাঁচাবন্দি সন্দেশখালির ‘বাঘ’, জেনে নিন অভিযোগের শাহজাহাননামা
-
তৃণমূলের আঁচলে বাঁধা ছিল শেখ শাহজাহান: নিরাপদ সর্দার
নিরাপদ সর্দার বলেন, “আমি আগেই বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বলবেন। উনি শাহজাহানকে তবেই গ্রেফতার করাবেন যখন সঠিক রক্ষাকবচ দিতে পারবেন। আজ ওনাদের মনে হয়েছে চাপ বাড়ছে। তাই ধরিয়ে দিয়েছেন। তৃণমূলের আঁচলে বাঁধা ছিল শেখ শাহজাহান।”
বিস্তারিত পড়ুন: ‘নিরাপদ সর্দার ঠিক বলেছিল প্রমাণ হল তো?’, শাহজাহান নিয়ে কী ভবিষ্যতবাণী ছিল CPM নেতার?
-
গ্রেফতার শেখ শাহজাহান
গ্রেফতার শেখ শাহজাহান। ৫৫ দিন পার। স্থানীয় সূত্রে খবর, সন্দেশখালির আকুঞ্জিপাড়া এলাকা থেকে গ্রেফতার তৃণমূল নেতা। আজই পেশ করা হবে বসিরহাট আদালতে। রাজ্য পুলিশের ডিজি-র সন্দেশখালিতে রাত্রিযাপনের পরই কোথাও একটা জল্পনা চলছিল, এবার হয়তো শেখ শাহজাহান গ্রেফতার হবেন।
বিস্তারিত পড়ুন: Sheikh Shajahan: খেলা শেষ! অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান
Published On - Feb 29,2024 7:28 AM