AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arjun Singh-Madan Mitra: ‘অর্জুন গুলি-খুন করাচ্ছে বললে থুতু আমাদের গায়েই পড়বে’, ব্যারাকপুরের সাংসদের পাশে মদন

Arjun Singh: খাতায় কলমে বিজেপির টিকিটে জেতা সাংসদ হলেও, অর্জুন এখন তৃণমূলের। যখন দলের অন্দরেই অর্জুনকে নিয়ে এমন অস্বস্তি তৈরি হচ্ছে, তখন ব্যারাকপুরের সাংসদের পাশেই দাঁড়াচ্ছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

Arjun Singh-Madan Mitra: 'অর্জুন গুলি-খুন করাচ্ছে বললে থুতু আমাদের গায়েই পড়বে', ব্যারাকপুরের সাংসদের পাশে মদন
অর্জুন সিং ও মদন মিত্র
| Edited By: | Updated on: May 28, 2023 | 11:57 AM
Share

ব্যারাকপুর: ব্যারাকপুরের গুলিকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই। শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন তুঙ্গে রাজনৈতিক তরজা… তখন সরাসরি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। সেই নিয়ে মুখ খুলেছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা ও সাংসদ সৌগত রায় (Sougata Roy)। সৌগতবাবুর বক্তব্য ছিল, ‘অর্জুন সিং পার্টির বিরোধিতা করে বিজেপির হয়ে জিতেছিলেন ব্যারাকপুর থেকে। পরে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় তাঁকে তৃণমূলে নেন। এখন অর্জুন সিং যদি রোজ প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে বিবৃতি দেন, তাহলে পার্টি সেটা ভালভাবে নেবে না।’ খাতায় কলমে বিজেপির টিকিটে জেতা সাংসদ হলেও, অর্জুন এখন তৃণমূলের। যখন দলের অন্দরেই অর্জুনকে নিয়ে এমন অস্বস্তি তৈরি হচ্ছে, তখন ব্যারাকপুরের সাংসদের পাশেই দাঁড়াচ্ছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।

অতীতে অর্জুন সিং যখন অন্য দলে ছিলেন, সেই সময়ের প্রসঙ্গ টেনে মদন বলেন, ‘কিছু হলেই আমরা বলতাম, অর্জুন সিং আর বিজেপি গুলি চালাচ্ছে, গন্ডগোল করছে। কিন্তু এখন তো অর্জুন সিং আমাদের সঙ্গে। ফলে এই মুহূর্তে, অর্জুন সিং গুলি চালাচ্ছে, বা অর্জুন সিং গন্ডগোল পাকাচ্ছে… এটা তো আমি বলতে পারছি না। কারণ, আমার দল তাঁকে গ্রহণ করেছে।’ একইসঙ্গে মদন মিত্র এও বলেন, ‘আমি অর্জুন সিংয়ের কথা একেবারে ফেলে দিতে পারছি না। অর্জুন সিং একটা কথা বললে, সেটির বিরোধিতা করার ক্ষমতা বা অধিকার আমার নেই। কারণ আমি মুখপাত্রও নই, সাংসদও নই। কিন্তু এখন বলা যাচ্ছে না, গুলি-খুন অর্জুন সিং করাচ্ছে। বললে তো থুতু আমার গায়েই পড়বে।’

এদিকে ব্যারাকপুরের সাংসদও বলছেন, ‘আমি তো দলের বিরুদ্ধে সরব হইনি। মমতা বন্দ্যোপাধ্য়ায় আমার নেত্রী ছিলেন এবং সবসময়ই থাকবেন। উনি আমাদের অভিভাবক। কোথাও কোনও ভুল হলেই প্রতিবাদ করব।’