Sandeshkhali: জামিন পেলেন উত্তম সর্দার, নিরাপদ সর্দারের ৩ দিনের জেল হেফাজত
Sandeshkhali: রেজিস্ট্রার সিকিউরিটি বন্ডে ২ হাজার টাকায় জামিন দেওয়া হয় তিনজনকে। যেদিন অশান্তি হয় সন্দেশখালিতে, সেইদিনই গ্রেফতার করা হয়েছিল এই তিনজনকে। সেদিন শিবু হাজরা মোট ১১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ সোমবার জেল হেফাজতে চায় তিনজনকে।
বসিরহাট: জামিন পেলেন তৃণমূল থেকে সাসপেন্ডেড নেতা উত্তম সর্দার, বিজেপি নেতা বিকাশ সিং। তবে জামিন মিলল না সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের। তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বসিরহাট আদালত। সোমবার ধৃতদের বসিরহাট আদালতে তোলা হয়। উত্তম ও বিকাশকে ২ হাজার টাকার বন্ডে জামিন দেয় আদালত। সন্দেশখালি থানার স্বতঃপ্রণোদিত মামলায় গ্রেফতার করা হয় বিকাশ সিং ও উত্তম সর্দারকে। অন্যদিকে শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন নিরাপদ সর্দার। পাশাপাশি এদিন আদালতে জামিন পান তিনজন গ্রামবাসীও। শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে তাঁদেরও গ্রেফতার করেছিল পুলিশ। এদিন জামিন পান তিন গ্রামবাসী সুজয় মণ্ডল, সৈকত দাস ও প্রদীপ মণ্ডল। তবে উত্তম সর্দার বা বিকাশ সিংরা জামিন পেলেও নিরাপদ সর্দারের জামিনের বিষয়টি এখনও স্পষ্ট নয়।
রেজিস্ট্রার সিকিউরিটি বন্ডে ২ হাজার টাকায় জামিন দেওয়া হয় তিনজনকে। যেদিন অশান্তি হয় সন্দেশখালিতে, সেইদিনই গ্রেফতার করা হয়েছিল এই তিনজনকে। সেদিন শিবু হাজরা মোট ১১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ সোমবার জেল হেফাজতে চায় তিনজনকে। তবে আদালত সমস্ত দিক বিচার করে জামিন দিয়েছেন তিন গ্রামবাসীকে।
সন্দেশখালির বাসিন্দারা উত্তম সর্দারের বিরুদ্ধে একের পর এক সাংঘাতিক অভিযোগ তোলে। পরিস্থিতি খতিয়ে দেখে তৃণমূলের তরফে জেলা পরিষদের সদস্য উত্তমকে দল থেকে ৬ বছরের জন্য সাসপেন্ডও করা হয়। সেদিনই সন্ধ্যায় গ্রেফতার করা হয় তাঁকে। একইসঙ্গে সেদিন গ্রেফতার হন বিজেপি নেতা বিকাশ সিং। কিন্তু এই গ্রেফতারির মেয়াদ ছিল মাত্র কয়েক ঘণ্টা। শনিবার রাতে গ্রেফতার, রবিবার আদালতে পেশ। কিন্তু পুলিশ এই গ্রেফতারি সংক্রান্ত নথি আদালতে জমা না দেওয়ায় সোমবার শুনানির দিন ধার্য হয়। আজও সেই একই ঘটনা ঘটে আদালতে। যার জেরে পুলিশকে তীব্র ভর্ৎসনার মুখেও পড়তে হয়। পরে এই মামলারই শুনানি হয় এবং দু’জন জামিন পেলেও নিরাপদ জামিন পেলেন না।