Asansol: আম্বেদকরের সংবিধানকে ছাপিয়ে পতাকা উত্তোলনে নেতাদের নামে স্লোগান পাল্টা স্লোগান! তৃণমূল বনাম তৃণমূলে তপ্ত আসানসোল
Asansol: অতীতেও দেখা গিয়েছে, রোহিত মুনিয়া এই ৫৭ নম্বর ওয়ার্ডের নানা সমস্যা নিয়ে কর্পোরেশন ঘেরাও করেছে। আর এই নিয়ে লাগাতার সংঘাত চলছে দুটি ওয়ার্ডের নেতৃত্বের মধ্যে। যার প্রভাব পড়ল পতাকা উত্তোলনে।
আসানসোল: প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন এবং কম্বল বিলিকে কেন্দ্র করে আসানসোলের ফতেপুরে প্রবল উত্তেজনা। তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে বাদ বিবাদ থেকে উত্তেজনা। এক পক্ষের প্রবল বাধায় বন্ধ হয়ে যায় অনুষ্ঠান। বন্ধ হয়ে যায় পতাকা উত্তোলন। ঘটনাস্থল আসানসোল দক্ষিণের ৫৭ নম্বর ওয়ার্ড ফতেপুর গ্রাম। এই গ্রামের ওয়ার্ড কাউন্সিলারের নাম সমিত মাজি। তিনি তৃণমূলের কাউন্সিলর। গোটা গ্রামটি তৃণমূলের দখলে। আবার গ্রামে রয়েছে ষোল আনা কমিটি। সেই কমিটিও তৃণমূলের সমর্থক।
আবার অন্যদিকে গ্রামের কয়েকজন রয়েছেন সেন পরিবার। তারাই দুর্গা মন্দিরের কাছে আলাদা করে পতাকা উত্তোলন ও কম্বল বিলির অনুষ্ঠানের আয়োজন করে। অথিতি হিসাবে আমন্ত্রণ করা হয় পাশের ওয়ার্ড অর্থাৎ ৫৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নুনিয়ার বাবা রোহিত নুনিয়াকে। আর এই রোহিত মুনিয়াকে নিয়েই যত আপত্তি ফতেপুর গ্রামবাসীর একটা বড় অংশের। রোহিত নাকি প্রভাবশালী নেতা এই রোহিত নুনিয়ার বিরুদ্ধে বারবার ফতেপুরের গ্রামবাসীরা বিভিন্ন দাবিতে আন্দোলন করেছেন। বিশেষ করে রোহিত পাশের ওয়ার্ডের হয়ে অন্য ওয়ার্ডে নাক গলাচ্ছেন। প্রভাব খাটানোর চেষ্টা করছেন। এটাই তাঁদের অভিযোগ।
অতীতেও দেখা গিয়েছে, রোহিত মুনিয়া এই ৫৭ নম্বর ওয়ার্ডের নানা সমস্যা নিয়ে কর্পোরেশন ঘেরাও করেছে। আর এই নিয়ে লাগাতার সংঘাত চলছে দুটি ওয়ার্ডের নেতৃত্বের মধ্যে। যার প্রভাব পড়ল পতাকা উত্তোলনে।
উত্তেজনার আঁচ আগেই পেয়েছিল পুলিশ। তাই এই অনুষ্ঠান বন্ধ করতে বলা হয়েছিল। অভিযোগ, রোহিত দলবল নিয়ে সকালে ঢুকে পড়ে গ্রামে। আর তখনই উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার বিশাল বাহিনী পৌঁছয়।গ্রামের ষোলো আনা কমিটির অভিযোগ, স্থানীয় কাউন্সিলরকে আমন্ত্রণ না জানিয়ে রোহিত নোনিয়াকে কেন আমন্ত্রণ করা হল ? সেই নিয়ে বিবাদ শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।