Train Cancellation: ব্রিজের কাজের জন্য পাওয়ার ব্লক, আসানসোল শাখায় বাতিল বহু দূরপাল্লার ট্রেন

Train Cancellation: ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে ট্রেন বাতিলের কথা জানিয়েছে রেল। ১৩ ঘণ্টার কিছু বেশি সময় এই লাইনে থাকবে পাওয়ার ব্লক। সে কারণেই বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনের পাশাপাশি ২৮ জানুয়ারি রবিবার বাতিল থাকছে কিছু দূরপাল্লার ট্রেনও।

Train Cancellation: ব্রিজের কাজের জন্য পাওয়ার ব্লক, আসানসোল শাখায় বাতিল বহু দূরপাল্লার ট্রেন
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 26, 2024 | 6:38 PM

আসানসোল: কখনও সিগন্যালিংয়ের কাজ, কখনও রেল ট্র্যাক, আবার কখনও ওভারহেডের তারের রক্ষাণাবেক্ষণের জন্য বিগত প্রায় বছর খানেক ধরে লাগাতার লোকাল ট্রেন বাতিলের ছবি দেখা গিয়েছে হাওড়া-শিয়ালদহ শাখায়। চরমে উঠেছে যাত্রীদের ভোগান্তি। নতুন বছরের শুরু থেকে বিশেষ বদলায়নি ছবিটা। জানুয়ারিতে লাগাতার সপ্তাহান্তে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থেকেছে হাওড়া শাখায়। ঘুরপথে চলেছে বহু দূরপাল্লার ট্রেন। এবার যেন একই ছবি দেখা যাচ্ছে আসানসোল শাখায়। মন্দনকাটা ও জোড়ামউের কাছে ব্রিজের রক্ষণাবেক্ষণের কারণে সীতারামপুর – মধুপুর – জাসিদিহ – ঝাঝা সেকশনে বহু ট্রেন বাতিল থাকতে চলেছে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে ট্রেন বাতিলের কথা জানিয়েছে রেল। ১৩ ঘণ্টার কিছু বেশি সময় এই লাইনে থাকবে পাওয়ার ব্লক। সে কারণেই বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনের পাশাপাশি ২৮ জানুয়ারি রবিবার বাতিল থাকছে কিছু দূরপাল্লার ট্রেনও। 

বাতিল খাতায় থাকছে যে সমস্ত প্যাসেঞ্জার ট্রেন

  • 03681/03682 আসানসোল – জাসিদিহ – আসানসোল
  • 03539/03538 অন্ডাল–জাসিদিহ–অন্ডাল
  • 03769/03770 জাসিদিহ – ঝাঝা – জাসিদিহ
  • 03573/03574 জাসিদিহ – কিউল – জাসিদিহ
  • 03233/03234 দেওঘর – ঝাঝা – দেওঘর
  • 03675/03676 আসানসোল – ঝাঝা – আসানসোল
  • 03581/03582 জাসিদিহ – বাঙ্কা – জাসিদিহ
  • 03677 আসানসোল – জাসিডিহ
  • 03571 জাসিদিহ – মোকামা এবং
  • 03572 মোকামা – জাসিদিহ (যাত্রা শুরুর কথা ২৯ জানুয়ারি)

বাতিল খাতায় থাকছে যে সমস্ত মেল/এক্সপ্রেস

  • 02023/02024 পাটনা – হাওড়া – পাটনা স্পেশ্যাল
  • 13029 হাওড়া – মোকামা এক্সপ্রেস ( ২৭ তারিখে যাত্রা শুরুর কথা)
  • 13030 মোকামা – হাওড়া এক্সপ্রেস 

একইসঙ্গে ঘুরপথে চলবে 17006 রাক্সৌল – হায়দরাবাদ এক্সপ্রেস। কিউল – ভাগলপুর – সাহেবগঞ্জ – বারহারওয়া – রামপুরহাট – সাঁইথিয়া – অন্ডাল – আসানসোল – ধানবাদ হয়ে ডাইভার্ট করা হবে ট্রেনটিকে। তালিকায় আছে 08440 পাটনা – পুরী স্পেশ্যাল। গয়া – ধানবাদ – আসানসোল হয়ে ডাইভার্ট করা হবে। 12317 কলকাতা – অমৃতসর এক্সপ্রেস। ধানবাদ – গয়া – পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় হয়ে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানতে পারা যাচ্ছে।