AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Medinipur: পুরনো গয়না ভেঙে নতুন গয়না তৈরির নামে প্রতারণা, ১০ কোটি টাকা হাতিয়ে পলাতক স্বর্ণব্যবসায়ী

Gold Shop sealed: পুলিশ জানিয়েছে, পলাতক ওই স্বর্ণব্যবসায়ীর নাম কৌশিক কর্মকার। তাঁর বিরুদ্ধে প্রায় ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। পশ্চিম মেদিনীপুরের বেলদা এলাকায় তাঁর বাড়ি। ওই ব্যবসায়ী ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুটি থানায় অভিযোগ দায়ের হয়েছে। একটি কোলাঘাট থানায় ও অন্যটি বাঁকুড়া থানায়।

West Medinipur: পুরনো গয়না ভেঙে নতুন গয়না তৈরির নামে প্রতারণা, ১০ কোটি টাকা হাতিয়ে পলাতক স্বর্ণব্যবসায়ী
সিল করা হয়েছে অভিযুক্তের সোনার দোকানImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 16, 2025 | 5:31 PM
Share

বেলদা: পুরনো সোনার গয়না ভেঙে নতুন গয়না তৈরি করতে তাঁর দোকানে আসতেন গ্রাহকরা। তাঁদের কাছ থেকে পুরনো সোনার গয়না নিতেন তিনি। তারপর নতুন গয়না তৈরির জন্য সময় নিতেন কিছুটা। কিন্তু, দিনের পর দিন কেটে গেলেও গ্রাহকরা নতুন গয়না পাননি। ওই স্বর্ণব্যবসায়ীর কাছে গেলেই বলতেন, আর কয়েকদিন পরই নতুন গয়না দেবেন। শেষে পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন ওই স্বর্ণব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। অবশেষে আদালতের নির্দেশে ওই স্বর্ণব্যবসায়ীর দোকানটি সিল করল প্রশাসন। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের বেলদার।

পুলিশ জানিয়েছে, পলাতক ওই স্বর্ণব্যবসায়ীর নাম কৌশিক কর্মকার। গ্রাহকদের প্রায় ১০ কোটি টাকা মূল্যের সোনার গয়না হাতিয়ে পালানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের বেলদা এলাকায় তাঁর বাড়ি। ওই ব্যবসায়ী ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুটি থানায় অভিযোগ দায়ের হয়েছে। একটি কোলাঘাট থানায় ও অন্যটি বাঁকুড়া থানায়।

গত ১৫ দিন ধরে নিখোঁজ বেলদার ওই স্বর্ণব্যবসায়ী। পরিবার-সহ তিনি পলাতক। গ্রাহকদের অভিযোগ, নতুন গয়না বানাতে নিজেদের পুরনো সোনা জমা দিতেন তাঁরা। এরপর গয়না চাইতে গেলেই নানা অজুহাত দিতেন। এরপর বেশ কিছুদিন আর দোকানে আসতে দেখা যায়নি কৌশিককে। দোকান বন্ধ ছিল। বাড়িতে গিয়েও দেখা পাওয়া যায়নি স্বর্ণব্যবসায়ীকে।

আদালতের নির্দেশে মঙ্গলবার ওই স্বর্ণব্যবসায়ীর দোকান এদিন সিল করে প্রশাসন। সেখানে উপস্থিত ছিলেন বিডিও কৌশিক প্রামাণিক। পুলিশ জানিয়েছে, ওই স্বর্ণব্যবসায়ীর খোঁজ চলছে। প্রতারিতদের বক্তব্য, দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে তাঁদের গয়না উদ্ধারের ব্যবস্থা করুক পুলিশ।