Daspur: পারিবারিক বিবাদ, প্রৌঢ়কে পিটিয়ে খুনের অভিযোগ
Daspur: বুধবার নিমতলা বাঁধের উপর থাকা সেলুনের দিকে যাচ্ছিলেন তাপস মান্না নামে এক ব্যক্তি। আর সেই সময় তাপসের প্রতিবেশী মধুসূদন বাগ ও তার দুই ছেলে তাপস এবং প্রশান্ত কাঠ দিয়ে তাপস মান্নার মাথাই সজোরে আঘাত করেন বলে অভিযোগ।

পশ্চিম মেদিনীপুর: পারিবারিক বিবাদের জেরে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত পলাতক ২। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রানাপুর এলাকায়, জানাযায় ১৪ সেপ্টেম্বর বিকেলে হেঁটে বাড়ি থেকে নিমতলা বাঁধ এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তাপস মান্না। যাঁদের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে, তাঁরা সম্পর্কে বাবা-ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার নিমতলা বাঁধের উপর থাকা সেলুনের দিকে যাচ্ছিলেন তাপস মান্না নামে এক ব্যক্তি। আর সেই সময় তাপসের প্রতিবেশী মধুসূদন বাগ ও তার দুই ছেলে তাপস এবং প্রশান্ত কাঠ দিয়ে তাপস মান্নার মাথাই সজোরে আঘাত করেন বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।
পরে সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ার কারণে তাঁকে স্থানান্তরিত করা হয় পিজিতে , আজ ১৮ ই সেপ্টেম্বর বৃহস্পতিবারের ভোরে তাপস মান্নার মৃত্যু হয় । ঘটনা জেরে দাসপুর থানার পুলিশ মধুসূদন বাগকে গ্রেফতার করেছে। মধুসূদনের সঙ্গে থাকা দুই ছেলে তাপস এবং প্রশান্ত পলাতক বলে সূত্র মারফত জানা গিয়েছে। যদিও তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তাপসের মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই শোকস্তব্ধ গোটা এলাকা।
এলাকার এক বাসিন্দা বলেন, “আমরা চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে গিয়ে দেখি, রক্তাক্ত অবস্থায় পড়ে কাতরাচ্ছিলেন। কিন্তু ওদের মধ্যে কী নিয়ে ঝামেলা, সেটা আমাদের জানা নেই। মনে হয় পারিবারিক কোনও বিষয় ছিল।”
