Paschim Medinipur Dog: মধ্যরাতে ওরাই থাকে সঙ্গে, সারমেয় ছানাদের যত্নে এবার পুলিশ কর্তারা
Chandrokona Dog: ফাঁড়ির সামনেই জন্ম নিয়েছিল ১১ টি খুদে। শীতের রাতে রাস্তাতেই ঘোরাফেরা করত তারা। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা কোথায় যাবে, সেই ভেবে ১১ টি সারমেয়র ছানার পুরো দ্বায়িত্ব নিলেন পুলিশ কর্মীরা।
পশ্চিম মেদিনীপুর: শুধু মানুষ নয়, সারমেয়দের সেবাতে ও এবার উর্দিধারী। হাজার ব্যস্ততার মাঝেও সারমেয়দের সেবা করতে ভুলছেন না চন্দ্রকোণার ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ কর্মীরা।
ফাঁড়ির সামনেই জন্ম নিয়েছিল ১১ টি খুদে। শীতের রাতে রাস্তাতেই ঘোরাফেরা করত তারা। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা কোথায় যাবে, সেই ভেবে ১১ টি সারমেয়র ছানার পুরো দ্বায়িত্ব নিলেন পুলিশ কর্মীরা। বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমে উঠে এসেছে সারমেয়দের উপর একাধিক আক্রমণের ছবি। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা অন্য।
ছোট্ট বাউন্ডারিতে ঘেরা ক্ষীরপাই পুলিশ ফাঁড়ি, প্রতিনিয়ত যাতায়াত করে শতাধিক মানুষ। ভেতরে প্রবেশ করে প্রচুর মোটরবাইক থেকে শুরু করে চার চাকার গাড়ি। তাই সারমেয়দের সুরক্ষার কথা ভেবেই পুলিশ ফাঁড়ির গেটে বড় বড় করে পোস্টারে লেখা, “সকলের কাছে বিনীত আবেদন বাচ্চা কুকুরছানা আছে, সকলে একটু সাবধানে চলাফেরা করবেন। যাতে ওদের ক্ষতি না হয়।”
একদিন দুদিন নয়, মাস তিনেক ধরে ছোট্ট ১১ টি সারমেয়র ছানাদের সন্তান স্নেহ লালন-পালন করছেন পুলিশ আধিকারিক থেকে ফাঁড়ির সমস্ত পুলিশকর্মীরা। ৩ মাস আগে দুটি সারমেয়র ১১ টি বাচ্চা জন্মগ্রহণ করে ক্ষীরপাই পুলিশ ফাঁড়ির একটি পরিত্যক্ত জাগায়। কিছুদিন পর মা কুকুরটি এলাকা ছেড়ে চলে যায়। ছানাগুলো বিপজ্জনকভাবে এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে। বিষয়টি নজরে আসে ক্ষীরপাই পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিস প্রশান্ত র্কতনিয়ার।
প্রথমে তাঁরা এই সারমেয়র বাচ্চাদের সরিয়ে নিয়ে এসে ফাঁড়ির সম্মুখে থাকার একটি জায়গা করেন। তার পর থেকে শুরু হয় তাদের লালন পালন যত্ন সহকারে। বর্তমানে তাদের খায়ানো হয় হরলিক্স, বিস্কুট থেকে দামী খাবার।
যোদিও অনেক পুলিশ কর্মীদেরই দাবি যে, গভীর রাতে পথে-ঘাটে ডিউটি করার সময় তাদের সাথে কেউ থাকুক না থাকুক কিন্তু পথ কুকুররা থাকে । এক কথায়, এই কথা থেকেই স্পষ্ট যে সারমেয়রা পাহারাদার, তাদের গুরুত্ব সমাজের কাছে কতটা।
আর পুলিশ ফাঁড়িতে আসা মানুষজন ও পুলিশের এই কুকুরছানা পালন দেখে কিছুটা হলেও হতবাক। প্রশংসা কুড়িয়েছ পুলিশ।
আরও পড়ুন: BJP: ‘কেউ চিরস্থায়ী নন, দল এক বহমান নদী’, বার্তা সন্তোষের, পুরভোটের আগে তারুণ্যের ঝাঁঝ চায় বিজেপি