Dilip Ghosh: রাম মন্দিরের ছবি দেওয়া ক্য়ালেন্ডার বিলি! কারণও জানালেন দিলীপ

Dilip Ghosh: দিলীপ ঘোষের কথায়, এই ক্যালেন্ডার হাতে পেয়ে সকলেই বেশ খুশি। একইসঙ্গে এটি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের একটি মাধ্যম বলেও জানালেন তিনি। তাঁর কথায়, 'একটা সুযোগ এসেছে জনসংযোগের। নাহলে আমি হাজার হাজার লোককে একসঙ্গে পাব কোথায়। লোকে খুব খুশি হচ্ছে। মাথায় ঠেকিয়ে বাড়িতে ব্যবহার করছে।'

Dilip Ghosh: রাম মন্দিরের ছবি দেওয়া ক্য়ালেন্ডার বিলি! কারণও জানালেন দিলীপ
দিলীপ ঘোষImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 11, 2024 | 1:16 PM

গলসি: লোকসভা ভোটের মুখে জনসংযোগে বেরিয়ে এবার ক্যালেন্ডার বিলি করলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। অযোধ্যার রাম মন্দিরের ছবি-সহ ক্যালেন্ডার বিলি করেন তিনি। বুধবার দুপুরে এই দৃশ্যই দেখা যায় পূর্ব বর্ধমানের গলসিতে। আর এই ঘটনাকে কেন্দ্র করে আবারও নির্বাচনী বিধিভঙ্গের ইস্যুতে সরব হয়েছে তৃণমূল শিবির। যদিও দিলীপ ঘোষের বক্তব্য, ‘দেশের কোটি কোটি মানুষের ইচ্ছা রাম মন্দির দেখতে যাওয়ার। কিন্তু এখন সবাই যেতে পারছেন না। তাই অন্তত, মন্দির কেমন হয়েছে, ভগবানের মূর্তি কেমন হয়েছে… সেটা আমরা তাঁদের ঘরে পৌঁছে দিচ্ছি।’

দিলীপ ঘোষের কথায়, এই ক্যালেন্ডার হাতে পেয়ে সকলেই বেশ খুশি। একইসঙ্গে এটি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের একটি মাধ্যম বলেও জানালেন তিনি। তাঁর কথায়, ‘একটা সুযোগ এসেছে জনসংযোগের। নাহলে আমি হাজার হাজার লোককে একসঙ্গে পাব কোথায়। লোকে খুব খুশি হচ্ছে। মাথায় ঠেকিয়ে বাড়িতে ব্যবহার করছে।’

যদিও এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল শিবির। তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাসের বক্তব্য, ‘দিলীপবাবু বেশ কয়েকদিন ধরে প্রচারে গিয়ে ক্যালেন্ডার বিলি করছেন। নির্বাচনে এটা করা যায় না। কোনও প্রার্থী এটা করতে পারেন না। কারণ, এটি নির্বাচনী বিধিভঙ্গের মধ্যে পড়ে। ভোটারদের কিছু দিয়ে প্রলোভন দেখানো ঠিক নয়। আমরা দলের পক্ষ থেক নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্তদের কাছে অভিযোগ জানাব।’

এই বিষয়টি নিয়ে বুধবার যোগাযোগ করা হয়েছিল পূর্ব বর্ধমানের জেলাশাসক কে রাধিকা আইয়ারের সঙ্গেও। তিনি অবশ্য গতকাল জানিয়েছিলেন, এ ব্যাপারে অভিযোগ এলে, নির্বাচন কমিশন যদি নির্দেশ দেয়, তাহলে তদন্ত করা হবে। তবে তখনও পর্যন্ত তাঁর কাছে কোনওও অভিযোগ এ বিষয়ে যায়নি।