Kalna: ‘কোনও কাজই শিখতে পারেনি, শুধু সই করতে রয়েছেন?’, মন্ত্রীর রোষের মুখে প্রধানরা
Kalna: কালনা ১নম্বর ব্লক অফিসের শুক্রবার ব্লক লেবেল রিভিউ বৈঠকে হাজির ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ সহ ৯ টি পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা। পঞ্চায়েতে পড়ে থাকা অর্থ খরচ করতে না পারায় বিভিন্ন পঞ্চায়েত প্রধানরা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের ক্ষোভের মুখে পড়লেন।
কালনা: ১ বছরে পঞ্চায়েতের প্রধানরা কাজ শিখতে পারেননি। বিভিন্ন পঞ্চায়েতে আসা উন্নয়নের টাকা কেন খরচ হয়নি, প্রধানরা কি শুধু সই করার জন্য রয়েছেন? প্রশ্ন তুললেন মন্ত্রী স্বপন দেবনাথ। প্রকাশ্যে মন্ত্রীর ক্ষোভের মুখে পড়লেন কালনার বিভিন্ন পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধানরা। প্রধান, উপ প্রধান ও পঞ্চায়েতের বিভিন্ন প্রতিনিধিদের ওপর অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।
কালনা ১নম্বর ব্লক অফিসের শুক্রবার ব্লক লেবেল রিভিউ বৈঠকে হাজির ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ সহ ৯ টি পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা। পঞ্চায়েতে পড়ে থাকা অর্থ খরচ করতে না পারায় বিভিন্ন পঞ্চায়েত প্রধানরা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের ক্ষোভের মুখে পড়লেন। এমনি কাকুরিয়া পঞ্চায়েতের প্রধান সোনালি ধারা তার পঞ্চায়েতে চলতি বছরের ফিনান্স এর স্ট্যাটাস অনুযায়ী, তার পঞ্চায়েত ৩৯.৬৮ লক্ষ টাকা এখনও খরচ করতে পারিনি এই অর্থবর্ষে। মন্ত্রী স্বপন দেবনাথ তাঁকে পঞ্চায়েতের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করে তার সঠিক উত্তর না পেয়ে বকাঝকা করে ক্ষোভ প্রকাশ করেন। এমন কী যাঁরা প্রধানের হয়ে কথা বলার চেষ্টা করেন তাঁদেরকেও ধমক দেন মন্ত্রী।
যদিও পরবর্তী সময় মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, “পঞ্চায়েত প্রধানদের আরও সক্রিয় হওয়ার বার্তা দিয়েছি। ১ বছর প্রধান রয়েছে তারা যাতে আরও ভাল করে কাজ করে সেই বার্তাই দেওয়া হয়েছে।” এ প্রসঙ্গে কাকুরিয়া পঞ্চায়েতের প্রধান সোনালি রায় বলেন, “কাজ সমস্তই শিখতে পেরেছি, তবে একটু বলতে ভয় পেয়েছিলাম।”