Panchayat Election Result 2023: জয়ী হয়ে আর তর সইল না, গণনা কেন্দ্র থেকে বেরিয়েই তৃণমূলে যোগ CPM প্রার্থীর
Panchayat Election Result 2023: জানা গিয়েছে, ওই গ্রাম পঞ্চায়েতের ১৮টি আসনের মধ্যে ১৭টিতে তৃণমূল জয় লাভ করে। একটি আসনে কেবল জয়ী হয় সিপিএম। আর গণনার ফল প্রকাশ হতেই দলবদলের সিদ্ধান্ত নেন বাম প্রার্থী গীতা হাঁসদা।
কালনা: দাঁড়িয়েছিলেন সিপিএম-এর (CPM) হয়ে। মনোনয়ন জমাও দিয়েছিলেন। জিতেওছেন। আর জেতার পরই যোগদান করলেন তৃণমূলে। ঘটনাটি কালনা ১ নম্বর ব্লকের। সেখানে সিপিএম প্রার্থী গার্গী হাঁসদা জয়ী হতেই যোগদান করলেন তৃণমূলে। যদিও, এই যোগদান মানতে চায়নি শাসকদল।
জানা গিয়েছে, ওই গ্রাম পঞ্চায়েতের ১৮টি আসনের মধ্যে ১৭টিতে তৃণমূল জয় লাভ করে। একটি আসনে কেবল জয়ী হয় সিপিএম। আর গণনার ফল প্রকাশ হতেই দলবদলের সিদ্ধান্ত নেন বাম প্রার্থী গীতা হাঁসদা। কাউন্টিং সেন্টার থেকে বেরিয়েই তিনি সংবাদ মাধ্যমে জানান যে, এবার তিনি তৃণমূলে যোগদান করবেন।
গীতা হাঁসদা বলেন,”আমি আগে তৃণমূল করতাম। রাগের কারণে সিপিএম-এ যোগদান করেছিলাম। ফের তৃণমূলে যোগদান করছি।” যদিও, বামেদের দাবি তৃণমূলের চাপের কাছে পরাস্থ হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন ওই প্রার্থী। তবে বামেদের দাবি উড়িয়ে দিয়েছে শাসকদল।