West Bengal Panchayat Elections 2023: বর্ধমানে BJP-র এজেন্টকে ধাক্কা, ‘মারধর’ শাসকদলের, অসুস্থ কর্মীকে হাসপাতালে পৌঁছে দিলেন BDO
West Bengal Panchayat Elections 2023: এ দিকে, এই হেনস্থার জেরে অসুস্থ এক বিজেপি এজেন্ট। তাঁর নাম উজ্জ্বল ঘোষ। তিনি বাঘাড় ১ নম্বর পঞ্চায়েতের নির্বাচনী এজেন্ট ছিলেন। বর্তমানে ওই ব্যক্তিকে বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
বর্ধমান: গণনার দিনও অশান্তি অব্যাহত। বর্ধমানে সিপিএম ও বিজেপি এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ। অভিযুক্ত তৃণমূল। এই ঘটনা জানার পরও পুলিশ নিষ্কৃয় বলে দাবি বিরোধীদের। শুধু তাই নয়, গণনা কেন্দ্রের ভিতরে যাওয়ার পরিচয়পত্র ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
এ দিকে, এই হেনস্থার জেরে অসুস্থ এক বিজেপি এজেন্ট। তাঁর নাম উজ্জ্বল ঘোষ। তিনি বাঘাড় ১ নম্বর পঞ্চায়েতের নির্বাচনী এজেন্ট ছিলেন। বর্তমানে ওই ব্যক্তিকে বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি-র ৩১ নম্বর মণ্ডল সভাপতি রাজকুমার সাউ বলেন, “ওনাকে গণনা কেন্দ্রের ভিতর থেকে টেনে বের করে দেওয়া হয়েছে। এমনকী চরম হেনস্থা করা হয়েছে। সেই কারণেই অসুস্থ হয়ে গিয়েছেন তিনি। ঘটনার পর বিডিও নিজের গাড়িতে বসিয়ে হাসপাতালে পাঠিয়েছেন।”