West Bengal Panchayat Election 2023: ভোট দিয়ে ফেরার পথে বিজেপি প্রার্থীর শরীরে বিষাক্ত তরল ঢেলে দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল
West Bengal Panchayat Election 2023: পূর্বস্থলী ২ নম্বর ব্লকের নিমদহ বেলের হল্ট ৯৬ নম্বর বুথের ঘটনা। সেখানে বিজেপি প্রার্থী পরিমল মিস্ত্রির আক্রান্ত হওয়ার খবর মিলেছে। অভিযোগ, ভোট শেষে বাড়ি ফেরার সময় তৃণমূলের কয়েকজন যুবক তাঁর পথ আটকায়।
পূর্বস্থলী: শনিবার শেষ হয়েছে পঞ্চায়েত ভোট। কিন্তু গ্রাম দখলের লড়াইয়ে অশান্তি দেখেছে বাংলার মানুষ। দেদার ছাপ্পার অভিযোগ যেমন উঠেছে, তেমনই আবার একের পর এক মৃত্যু খবর সামনে এসেছে। অসমর্থিত সূত্রে খবর, শনিবার ভোটগ্রহণ শুরু হতেই রাজ্যে মৃত্যু হয়েছে ১৭ জনের। এমন আবহে আবার বিজেপি প্রার্থীর শরীরে বিষাক্ত তরল ঢেলে দেওয়ার অভিযোগ উঠল। শুধু তাই নয় বেধড়ক মারধরও করা হয়েছে বলে অভিযোগ।
পূর্বস্থলী ২ নম্বর ব্লকের নিমদহ বেলের হল্ট ৯৬ নম্বর বুথের ঘটনা। সেখানে বিজেপি প্রার্থী পরিমল মিস্ত্রির আক্রান্ত হওয়ার খবর মিলেছে। অভিযোগ, ভোট শেষে বাড়ি ফেরার সময় তৃণমূলের কয়েকজন যুবক তাঁর পথ আটকায়। এরপর শুরু হয় মারধর। সেই সময়ই বিষাক্ত কোনও তরল ঢেলে দেওয়া হয় বলে অভিযো। বর্তমানে ওই প্রার্থী পূর্বস্থলী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করবেন বলেও জানিয়েছেন ওই বিজেপি প্রার্থী। তবে এই বিষয়ে শাসকদলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
পরিমল মিস্ত্রি বলেন, “আমি বিজেপি প্রার্থী। গতকাল সকাল থেকেই বুথ জ্যাম করছিল তৃণমূল। বারবার পুলিশকে জানাই। কিন্তু পুলিশ প্রশাসন তৎপর হল না। পরে আমরা বাধা দিতে গেলে মারধর করে। আমার শরীরে কিছু একটা বিষাক্ত জিনিস ঢেলে দেয়।”