Haldia Port: হলদিয়া বন্দরে ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে আদানি গ্রুপ, হল ৩০ বছরের চুক্তি
Haldia Port: দ্রুত জমি হস্তান্তর করে দেবে বন্দর কর্তৃপক্ষ। ৩০ মাসের মধ্যে আমদানি-রফতানি শুরু হবে বলে জানা গিয়েছে। ৩০ বছরের জন্য এই চুক্তি।
![Haldia Port: হলদিয়া বন্দরে ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে আদানি গ্রুপ, হল ৩০ বছরের চুক্তি Haldia Port: হলদিয়া বন্দরে ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে আদানি গ্রুপ, হল ৩০ বছরের চুক্তি](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/06/Haldia-Port.jpeg?w=1280)
হলদিয়া: ভোটের মরশুমে হাসি ফুটল পূর্ব মেদিনীপুরের শিল্পাঞ্চল এলাকায়। হলদিয়া বন্দরে (Haldia Port) ৪০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে আদানি গোষ্ঠী (Adani Group)। বুধবার হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবনে মৌ চুক্তি স্বাক্ষরিত হয়। ১ জুলাই থেকে জায়গা হস্তান্তর হবে। আগামী মাস থেকে শুরু হবে কাজ। ৩০ মাসের মধ্যে হলদিয়া বন্দরের ২ নম্বর বার্থে আমদানি ও রফতানি শুরু হবে বলে জানান আদানি গ্রুপের বিজনেস হেড প্রশান্ত কুমার পাত্র। ৩০ বছরের জন্য স্বাক্ষরিত হল এই চুক্তি।
এদিন মৌ চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমলকুমার মেহেরা, আদানি গ্রুপের বিজনেস হেড প্রশান্ত কুমার পাত্র সহ অন্যরা। আগামীদিনে হলদিয়া বন্দরে বাণিজ্যিক উন্নয়ন ঘটবে বলে আশাবাদী হলদিয়া বন্দর কর্তৃপক্ষ।
চলতি বছরের এপ্রিল-মে মাস নাগাদ আদানিরা হলদিয়া বন্দরে আধুনিকীকরণের কাজ শুরু করতে পারে বলে আশা করেছিল বন্দর কর্তৃপক্ষ। জানা গিয়েছিল, বন্দরের আধুনিকীকরণে প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করছে ভারতের বৃহত্তম বেসরকারি পোর্ট অপারেটর সংস্থা আদানি গ্রুপ। বন্দরের ২ নম্বর বার্থ মেকানাইজেশন অর্থাৎ স্বয়ংক্রিয় পরিকাঠামো গড়তে এই বিনিয়োগ হবে।
হিন্ডেনবার্গের রিপোর্টের পর হলদিয়া বন্দরের এই প্রকল্প নিয়ে উদ্বেগ তৈরি হয়। তবে আদানিদের হলদিয়ার প্রকল্প নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই বলে স্পষ্ট জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বরং আদানিদের কাগজপত্র খতিয়ে দেখে দ্রুত কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। হলদিয়া বন্দরে আধুনিকীকরণে ৪০০ কোটি টাকা বিনিয়োগ করছে আদানি গ্রুপ।
২০২২ সালের ফেব্রুয়ারিতে করা হয়েছিল চুক্তি। এদিন মৌ স্বাক্ষরের পর ১ জুলাই থেকে জমি হস্তান্তর করবে বন্দর কর্তৃপক্ষ। ৩০ মাসের মধ্যে আমদানি-রফতানি শুরু হবে বলে জানা গিয়েছে। ৩০ বছরের জন্য এই চুক্তি।
![অনিয়মিত পিরিয়ডসে চিন্তায়? এই লাড্ডু খেলে হতে পারে কেল্লাফতে অনিয়মিত পিরিয়ডসে চিন্তায়? এই লাড্ডু খেলে হতে পারে কেল্লাফতে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/12/Diet-ladoo-recipe-how-to-make-it-for-irregular-periods.jpg?w=670&ar=16:9)
![শীতের সঙ্গী ব্ল্যাঙ্কেটকে জল, রোদ ছাড়াই পরিষ্কার করবেন যেভাবে শীতের সঙ্গী ব্ল্যাঙ্কেটকে জল, রোদ ছাড়াই পরিষ্কার করবেন যেভাবে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/12/How-to-dry-clean-blanket-at-home-without-using-washing-machine.jpg?w=670&ar=16:9)
![বাড়িতে বানাচ্ছেন চরণামৃত, এই ভুলগুলি করছেন না তো? বাড়িতে বানাচ্ছেন চরণামৃত, এই ভুলগুলি করছেন না তো?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/12/Tips-to-follow-when-making-Charanamrit.jpeg?w=670&ar=16:9)
![ঠোঁটে ঠোঁট, উষ্ণ আদর, শীতের কলকাতায় এই জায়গায় চুটিয়ে করুন প্রেম ঠোঁটে ঠোঁট, উষ্ণ আদর, শীতের কলকাতায় এই জায়গায় চুটিয়ে করুন প্রেম](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/12/List-of-some-romantic-places-in-Kolkata-to-visit-in-winter.jpg?w=670&ar=16:9)
![শীতে বাঙালির অন্যতম বড় ভরসা বোরোলিন, এর পুরো অর্থ জানেন? শীতে বাঙালির অন্যতম বড় ভরসা বোরোলিন, এর পুরো অর্থ জানেন?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/12/What-is-meaning-of-antiseptic-cream-Boroline.jpeg?w=670&ar=16:9)
![শীতের 'কু'নজর চুলে! চুটকিতেই চুল পড়ার সমস্যা থেকে পান মুক্তি শীতের 'কু'নজর চুলে! চুটকিতেই চুল পড়ার সমস্যা থেকে পান মুক্তি](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/12/How-to-prevent-hair-fall-during-winter.jpg?w=670&ar=16:9)