Patashpur: বাদাম ক্ষেতের ভিতর চেনা লোককে এভাবে দেখে গ্রামের লোকেরা অবাক!
Purba Medinipur News: স্থানীয় পঞ্চায়েত সদস্য রাজু বেরা বলেন, "আমাদের মনে হচ্ছে পারিবারিক কোনও সমস্যার কারণে এই ঘটনা। দেখে মনে হচ্ছে খুন, আত্মহত্যা নয়। তদন্তকারীরা বলতে পারবেন। শুনেছি রবিবার থেকে নিখোঁজ ছিলেন। আজ দেহ উদ্ধার হয়।
পূর্ব মেদিনীপুর: রবিবার থেকে নিখোঁজ ছিলেন। বুধবার মাঠে মিলল মৃতদেহ। ভোটের ফলপ্রকাশের পরদিনই পটাশপুরে এক সবজি বিক্রেতার দেহ উদ্ধার করে দানা বেঁধেছে রহস্য। যদিও এলাকার লোকজনের ধারণা, এরসঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। ব্যক্তিগত কোনও কারণ থাকতে পারে। বুধবার বাদাম চাষের জমি থেকে শিবু মণ্ডল (৫০) নামে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। এদিন বিকালে পটাশপুরের রাউতারা গ্রামে চিনা বাদাম চাষের জমির ভিতর থেকে শিবু মণ্ডলের দেহ উদ্ধার হয়। বাদাম গাছ চাপা দেওয়া অবস্থায় পড়েছিল দেহটি। খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।
স্থানীয় পঞ্চায়েত সদস্য রাজু বেরা বলেন, “আমাদের মনে হচ্ছে পারিবারিক কোনও সমস্যার কারণে এই ঘটনা। দেখে মনে হচ্ছে খুন, আত্মহত্যা নয়। তদন্তকারীরা বলতে পারবেন। শুনেছি রবিবার থেকে নিখোঁজ ছিলেন। আজ দেহ উদ্ধার হয়। বুধবার ওই ব্যক্তির বড় ছেলে আমাকে জানায় বাবা নিখোঁজ। আমি কাঁথিতে ছিলাম। জানাই যে ফিরে বিষয়টা দেখব। আজ সকালে ওনার বড় ছেলে আসেনও। আমি নিখোঁজ সংক্রান্ত অভিযোগও জানাতে বলি। তারপর গ্রামের লোকেরাই মাঠে কাজে এসে দেখেন দেহটি পড়ে রয়েছে।”
কিন্তু তিনদিন ধরে এক ব্যক্তি নিখোঁজ, অভিযোগ লেখাতে বুধবার সকাল কেন হয়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে। এগরা মহকুমা পুলিশ আধিকারিক দেবীদয়াল কুণ্ডু বলেন, “প্রাথমিকভাবে খুনের ঘটনা বলে অনুমান করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। জানা গিয়েছে জমি নিয়ে পারিবারিক বিবাদ চলছিল। অনুমান এই বিবাদের কারণ থাকতে পারে এই ঘটনার পিছনে। মৃতের বাড়ি থেকে ৮০০ মিটার দূরে বাদাম ক্ষেতটি। সেখানেই দেহ উদ্ধার হয়। তবে তদন্তের আগে এই নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়।”