Missile Test in Bengal: দিঘার কাছ থেকেই এবার ছোড়া হবে মিসাইল, বাকি আর মাত্র কয়েকদিন

Missile Test in Digha: রাজ্যের উপকূলবর্তী এলাকা থেকে প্রথম এই ধরনের মিসাইল পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। অন্যতম কেন্দ্রীয় প্রতিরক্ষা এজেন্সি তথা কোস্ট গার্ডের তরফে হলদিয়ায় গিয়েছিলেন আইজি ইকবাল সিং চৌহান। তিনি জানিয়েছেন, রাজ্যে আরও দুটি র‌্যাডার স্টেশন গড়ছে কোস্টগার্ড। তার মধ্যে র‌্যাডার স্টেশন হবে জুনপুটে।

Missile Test in Bengal: দিঘার কাছ থেকেই এবার ছোড়া হবে মিসাইল, বাকি আর মাত্র কয়েকদিন
উপকূল থেকে ছোড়া হবে মিসাইলImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 02, 2024 | 10:10 AM

হলদিয়া: সাধারণত ওড়িশার উপকূল থেকেই মিসাইল পরীক্ষা করে থাকে প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণা সংস্থা ডিআরডিও। মিসাইল নিক্ষেপ করে পরীক্ষা করা হয় ওড়িশার একাধিক জায়গা থেকে। তবে এবার বাংলার আকাশে হবে মিসাইল পরীক্ষা। সব প্রস্তুতিও প্রায় শেষ। দিঘা সমুদ্র সৈকতের একেবারে কাছে অবস্থিত জুনপুট এলাকার উপকূল থেকে মিসাইল উৎক্ষেপণ করা হবে বলে জানা গিয়েছে। পর্যটনের জন্য দিঘার পাশাপাশি জুনপুটেরও বেশ পরিচিতি হয়েছে। এবার সেই জুনপুটকে বেছে নিল ডিআরডিও। চলতি মাসের শেষের দিকেই হতে পারে সেই উৎক্ষেপণ।

জেলাশাসক তানবীর আফজল জানিয়েছেন ডিআরডিও-র এই পরীক্ষার জন্য ইতিমধ্যেই জমি দিয়েছে রাজ্য সরকার। সেখানেই তৈরি হবে মিসাইলের লঞ্চিং প্যাড। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা মার্চের শুরুতে ডিআরডিও ওই জায়গা থেকে পরীক্ষামূলকভাবে মিসাইল উৎক্ষেপণ করবে। অন্যদিকে, একই সময় বালেশ্বর থেকেও ছোড়া হবে আরও একটি মিসাইল। দু’টি মিসাইল মাঝপথে একে অপরকে কীভাবে ‘ইন্টারসেপ্ট’ করবে সেটাই ডিআরডিও-র গবেষণার বিষয় বলে জানিয়েছেন জেলাশাসক।

রাজ্যের উপকূলবর্তী এলাকা থেকে প্রথম এই ধরনের মিসাইল পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। অন্যতম কেন্দ্রীয় প্রতিরক্ষা এজেন্সি তথা কোস্ট গার্ডের তরফে হলদিয়ায় গিয়েছিলেন আইজি ইকবাল সিং চৌহান। তিনি জানিয়েছেন, রাজ্যে আরও দুটি র‌্যাডার স্টেশন গড়ছে কোস্টগার্ড। তার মধ্যে র‌্যাডার স্টেশন হবে জুনপুটে।

এদিন হলদিয়ায় গিয়ে জেলাশাসক জানান, উপকূলের নিরাপত্তায় কোস্টগার্ড আরও নজরদারি বাড়াচ্ছে। র‌্যাডার স্টেশন তৈরির জন্য কোস্টগার্ড জমি চেয়েছিল বলেও জানিয়েছেন তিনি। জেলাশাসকের দাবি, সেই কারণে রাস্তার জন্য জমি শুধু নয়, পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় রাস্তাও তৈরি করে দিয়ে জাতীয় নিরাপত্তায় সহায়তা করছে রাজ্য।

এর আগে ২০১৭ সালে এক অদ্ভুত শব্দে কেঁপে উঠেছিল দিঘার বাসিন্দা ও পর্যটকেরা। পরে জানা যায়, বায়ুসেনার মহড়া চলছিল আকাশে। এক বিমান মিসাইল ছোড়ার মহড়া চলাকালীনই ওই শব্দ তৈরি হয়েছিল। যা কয়েক মিনিট স্থায়ী হয়েছিল উপকূল এলাকায়।