Fishing Trawler Missing: জলের জীবন এমনই ভয়ঙ্কর! বন্দরে ঢোকার মুখে ডুবল ট্রলার, সাতজন নিখোঁজ, মৃত ২

Digha: বন্দরে আসার সময় চরে ধাক্কা লাগে বলে খবর। তাতেই এই ভয়াবহ ট্রলারডুবি হয়।

Fishing Trawler Missing: জলের জীবন এমনই ভয়ঙ্কর! বন্দরে ঢোকার মুখে ডুবল ট্রলার, সাতজন নিখোঁজ, মৃত ২
চলছে তল্লাশি। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 10, 2022 | 7:36 PM

পূর্ব মেদিনীপুর: মৎস্য শিকারের জন্য রওনা দিয়েছিল ট্রলার। নন্দীগ্রাম থেকে পেটুয়া মৎস্য বন্দরে আসার পথে সমুদ্রে ডুবে যায় সেটি। ভয়ঙ্কর এই ট্রলারডুবিতে মৃত্যু হয়েছে দু’জনের। জানা গিয়েছে, ঘটনার সময় ১২ জন মৎস্যজীবী ছিলেন ট্রলারে। এরমধ্যে সাতজন নিখোঁজ হয়ে যান। তিনজনকে উদ্ধার করা হয়। অন্যদিকে দু’জনের দেহ উদ্ধার হয়। নিহত দু’জন দুই ভাই বলে জানা গিয়েছে। বন্দরে আসার সময় চরে ধাক্কা লাগে বলে খবর। তাতেই এই ভয়াবহ ট্রলারডুবি হয়। খবর পৌঁছতেই তল্লাশি অভিযানে নামে উপকূলরক্ষী বাহিনী। সঙ্গে ছিল এনডিআরএফ ও পুলিশ।

জানা গিয়েছে, নিহতদের নাম খুরশেদ খাঁ (৩৫) ও সফিরুল খাঁ (৩২)। দক্ষিণ ২৪ পরগনার সাগর এলাকায় তাঁদের বাড়ি। এদিন মাছ ধরতে বেরিয়েছিলেন। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকে ‘আলামিন’ নামে একটি ট্রলার পেটুয়া মৎস্যবন্দরে যাচ্ছিল। ১২ জন মৎস্যজীবি ছিলেন তাতে। বন্দরে ঢোকার কিছুটা আগেই ট্রলারটি উল্টে যায়।

ট্রলারের ভিতরেই আটকে পড়েন মাঝিও। সকলেই বাঁচার চেষ্টা করেছিলেন। কোনওমতে তিনজন সাঁতরে পার অবধি পৌঁছন। তাঁদের নাম দীপক মণ্ডল, সোনা প্রামাণিক, মুর্শেদ খাঁ। অন্যদিকে সফিরুল ও খুরশেদের নিথর দেহ উদ্ধার হয়। খোঁজ চলছে কৌস্তুভ মণ্ডল, দান্দু করণ, শেখ ইকবাল-সহ মোট সাতজনের। এরমধ্যে শেখ ইকবাল ওই ট্রলারের মাঝি ছিলেন। আকাশপথে তল্লাশির পাশাপাশি বিপর্যয় মোকাবিলাবাহিনী জলপথেও নিখোঁজ মৎস্যজীবীদের উদ্ধারে নামে।