Dev: ‘এটা গুন্ডা বাছাইয়ের নির্বাচন নয়’, হিরণকে বিঁধলেন দেব
Dev: এবার প্রথম থেকেই ভোট প্রচারে ঘাটাল কেন্দ্রের দুই প্রার্থীর জোর টক্কর চলছে। বিজেপি প্রার্থী হিরণ একাধিক অভিযোগে বিঁধছেন দেবকে। পাল্টা দেবও নিজের মতো করে তার মোকাবিলা করছেন। আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ঘাটালে ভোট। তার আগে ভোটের লড়াই যে আরও জমে উঠবে তা বোঝাই যাচ্ছে।
পূর্ব মেদিনীপুর: ভোটপ্রচারে গিয়ে বিরোধী প্রার্থীকে বিঁধলেন দেব। বললেন, এই ভোটটা দেশের নেতা নির্বাচনের ভোট, কোনও গুন্ডা নির্বাচনের নয়। তবে বিরোধী প্রার্থী যেভাবে প্রচার করছেন, তাতে তেমনটাই মনে হচ্ছে। শনিবার বেলা তিনটে থেকে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হয়েছে। পাঁশকুড়াতেও এক ছবি। বৃষ্টি, ঝোড়ো হাওয়া, তারই মধ্যে ভোটপ্রচারে যখন দেব গিয়ে পৌঁছলেন শুধুই হইহই। কেউ বললেন, একটা সিনেমার ডায়লগ বলতে, কেউ আবার চেঁচালেন ‘পাগলু,পাগলু’ করে।
বিকাল ৫টা নাগাদ পাঁশকুড়া ১ নম্বর ওয়ার্ডের বাহার গ্রামে একটি কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন দেব। সেখানেই দেব বলেন, “আমি একজন প্রার্থী। তবে বিরোধীদেরও একজন প্রার্থী আছে। দু’জনের আচরণ, ব্যবহার রোজই আপনারা দেখছেন। একজন সব সময় আক্রমণ করে নিজের মতো করে জেতার চেষ্টা করেন। আমি সম্মান, ভালবাসা দিয়ে মানুষকে ভাল রাখার চেষ্টা করি।”
এরপরই দেব বলেন, এই নির্বাচন কে দেশ চালাবে তার নির্বাচন, অথচ এখানে যিনি বিরোধী প্রার্থী তাঁর প্রচারের কথা শুনে মনে হচ্ছে যেন জেতার পর কে কত বড় গুন্ডা হবে তার ভোট হচ্ছে। এটা তো সেই নির্বাচন নয়। এটা তো কোন দল ভাল রেখেছে, কারা পারেনি, সেই নির্বাচন। আপনারা সকলে সব জানেন।”
এবার প্রথম থেকেই ভোট প্রচারে ঘাটাল কেন্দ্রের দুই প্রার্থীর জোর টক্কর চলছে। বিজেপি প্রার্থী হিরণ একাধিক অভিযোগে বিঁধছেন দেবকে। পাল্টা দেবও নিজের মতো করে তার মোকাবিলা করছেন। আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ঘাটালে ভোট। তার আগে ভোটের লড়াই যে আরও জমে উঠবে তা বোঝাই যাচ্ছে।