Akhil Giri: এ কী বললেন অখিল গিরি? রাজ্যপালকে নিয়ে কু-কথার ফোয়ারা, বিরোধীরা বলছেন ‘এটাই সংস্কৃতি’
Akhil Giri: রাজ্য বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য বলেন, "যে অভিযোগ তৃণমূল করেছে বা রাজভবনের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তা নিয়ে রাজ্য বিজেপির কোনও বক্তব্য নেই। তবে অখিল গিরি যা বলেছেন, এটা সুস্থ রাজনীতির ভাষা নয়।"
পূর্ব মেদিনীপুর: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে শিরোনামে এসেছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। এবার রাজ্যপাল সম্পর্কে আবারও কুরুচিকর মন্তব্য় করতে শোনা গেল সেই অখিল গিরিকেই। সম্প্রতি রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে যে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে, সেই প্রসঙ্গ তুলেই মঞ্চ থেকে ওই মন্তব্য করেন মন্ত্রী। তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধীরা। প্রশ্ন তুলেছেন তৃণমূলের সংস্কৃতি নিয়ে। তবে অখিলের দাবি, শ্লীলতাহানির অভিযোগ উঠেছে, এটা সত্যি আর সে কথাই শুধু বলেছেন তিনি।
লোকসভা নির্বাচনের প্রচার চলছে সর্বত্র। সেই প্রচারের মঞ্চ থেকেই রাজ্যপাল সম্পর্কে কুরুচিকর মন্তব্য করতে শোনা যায় অখিল গিরিকে। বক্তব্যের শেষে বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “রাজ্যপাল কী করছে, সেটা দেখতে পারেন না মোদী, অমিত শাহ? মেয়েটি বলেছে আর চাকরি করব না। আপনারা আগে রাজ্যপালের কথা বলুন, তারপর সন্দেশখালির কথা বলবেন।”
মঞ্চ থেকে নেমে অখিল গিরি সাফাই দিয়ে বলেন, ‘রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তার কথাই বলেছি। আর কিছু নয়।’
অখিলের এই মন্তব্য নিয়ে তৃণমূলকে একহাত নিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য বলেন, “যে অভিযোগ তৃণমূল করেছে বা রাজভবনের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তা নিয়ে রাজ্য বিজেপির কোনও বক্তব্য নেই। তবে এটা সুস্থ রাজনীতির ভাষা নয়। এটা আসলে তৃণমূলের রুচি, তৃণমূলের সংস্কৃতি। এটা অখিল গিরির কথা নয়, আসলে তৃণমূলের মতামতটাই তুলে ধরেছেন। মানুষ এবার বিচার করবেন।”
তবে তৃণমূল অখিলের ভাষা সংযত করার কথা বললেও রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগের কথা মনে করিয়ে দিয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। তিনি বলেন, “যে কোনও মন্ত্রীর শব্দ চয়নে সংযত থাকা উচিত, কিন্তু রাজ্যপাল যেভাবে হেনস্থা করেছেন সেটা ঠিক নয়। সিসিটিভি ফুটেজ দেখানো নিয়েও নাটক করছেন।”