Nandakumar: নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অর্কেস্ট্রা টিমের মালিক
Nandakumar: ১ অগস্ট নন্দকুমার থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা তরুণী। তাঁর অভিযোগ, ঘটনার কথা কাউকে যাতে তিনি না বলেন সে জন্য তাঁকে হুমকিও দেওয়া হয়। যার জেরে ১০ জুলাই ঘটনা ঘটলেও প্রথমে ভয় ওই তরুণী কাউকে কিছু বলতে পারেননি।

নন্দকুমার: মহিলা নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ। অভিযোগ একটি অর্কেস্ট্রা টিমের মালিকের বিরুদ্ধে। ইতিমধ্যেই তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে নন্দকুমার থানার পুলিশ। আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
১ অগস্ট নন্দকুমার থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা তরুণী। তাঁর অভিযোগ, ঘটনার কথা কাউকে যাতে তিনি না বলেন সে জন্য তাঁকে হুমকিও দেওয়া হয়। যার জেরে ১০ জুলাই ঘটনা ঘটলেও প্রথমে ভয় ওই তরুণী কাউকে কিছু বলতে পারেননি। পরবর্তীতে ভয় কাটিয়ে পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ পেতেই অ্য়াকশন নেয় পুলিশ। গ্রেফতার করা হয় ওই অর্কেস্ট্রা টিমের মালিককে। শনিবার তাঁকে তমলুক আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। নির্যাতিতা বলছেন, “আমার পাশে এতদিন কেউ দাঁড়ায়নি। আমাকে ভয় দেখানো হয়েছিল। আমাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল। আমার মা-বাবাকেও প্রাণে মারার হুমকি দিয়েছিল। শেষ পর্যন্ত আমি এখন অভিযোগ জানিয়েছি।”
এদিকে ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে আবার চাপনউতোর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ নন্দকুমারের ওই সমস্ত এলাকায় দিনের পর দিন গরিব বাড়ির মেয়েদের নাচের অনুষ্ঠানে সুযোগ দেওয়ার নাম করে বিভিন্ন খারাপ কাজে ব্যবহার করা হচ্ছে। গোটা বিষয়ে পুলিশ-প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিজেপি। ক্ষোভ প্রকাশ করেছেন তমলুকের বিজেপি নেতা সুদীপ দাস। যদিও বিরোধীদের অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। যুব তৃণমূল নেতা পার্থসারথী দাস বলছেন, পুলিশ ঠিকভাবেই তদন্ত করছে। অপরাধীকে গ্রেফতারও করা হয়েছে।
