Khejuri: আদলতে চলছে ২ বিজেপি কর্মীর মৃত্যুর মামলা, সেই আবহেই বদলি খেজুরি থানার OC
পূর্ব মেদিনীপুর জেলায় পুলিশ অফিসারদের রদবদল করা হয়েছে। জেলা পুলিশ সুপারের দফতর থেকে রবিবার জারি করা হয়েছে একটি বিজ্ঞপ্তি। এই রদ-বদলের ফলে পাঁচজন সাব-ইন্সপেক্টর তাঁদের বর্তমান দায়িত্ব থেকে নতুন কর্মস্থলে স্থানান্তরিত হয়েছেন। তালপাটি ঘাট উপকূল থানা, খেজুরি থানা, ভবানিপুর থানা এবং তেখালি বাজার ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিকদের পরিবর্তন করা হয়েছে।

খেজুরি: জলসা দেখে ফেরার পথে খুন হয়েছিলেন দুই বিজেপি কর্মী। সেই ঘটনার মামলা চলছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চে। এই আবহের মধ্যেই সরানো হল খেজুরি থানার ওসি প্রলয় চন্দকে। তাঁকে পাঠিয়ে দেওয়া হয়েছে পুলিশ লাইনে।
পূর্ব মেদিনীপুর জেলায় পুলিশ অফিসারদের রদবদল করা হয়েছে। জেলা পুলিশ সুপারের দফতর থেকে রবিবার জারি করা হয়েছে একটি বিজ্ঞপ্তি। এই রদ-বদলের ফলে পাঁচজন ওসিকে তাঁদের বর্তমান দায়িত্ব থেকে নতুন কর্মস্থলে স্থানান্তরিত হয়েছেন। তালপাটি ঘাট উপকূল থানা, খেজুরি থানা, ভবানিপুর থানা এবং তেখালি বাজার ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিকদের পরিবর্তন করা হয়েছে। জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং স্থানান্তরিত অফিসারদের অবিলম্বে তাঁদের নতুন কর্মস্থলে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা পুলিশ সূত্রে খবর, এই রদবদল জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, তালপাটিঘাট কোস্টাল থানার ওসি চন্দ্রকান্ত শাসমলকে খেজুরি থানায় ওসি পদে বহাল করা হয়েছে। খেজুরি থানার ওসি প্রলয় কুমার চন্দকে পুলিশ লাইনে বদলি করা হয়েছে। তালপাটিঘাট কোস্টাল থানায় নতুন ওসির দায়িত্ব পেয়েছেন কাজল বর্মণ। তিনি এর আগে তেখালি বাজার ফাঁড়ির ইন-চার্জ ছিলেন। ভবানিপুর থানার দিলীপ কুমার গুপ্তকে সেখানকার নতুন ইন-চার্জ করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছে ডিআইবি অফিসার মিহির কুমার সাহু বলেই জেলা পুলিশ সূত্রে খবর।
