West Bengal Panchayat Elections 2023: একটা বিস্ফোরণ নাড়িয়ে দিয়েছিল বাংলাকে, সেই খাদিকুলে তৃণমূলকে হারিয়ে দিল বিজেপি
West Bengal Panchayat Elections 2023: খাদিকুলে তৃণমূল নেতার বিস্ফোরণ, আর তাতে কমপক্ষে ১২ জনের মৃত্যুর পর বিতর্কের ঝড় ওঠে। অভিযোগ ওঠে, আসলে বোমা বাঁধা হচ্ছিল ওই কারখানায়, আর তাতেই বিস্ফোরণ।
পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের ওড়িশা সীমানা লাগোয়া খাদিকুল গ্রাম। মাস দুয়েক আগেই বিস্ফোরণে কেঁপে উঠেছিল গ্রাম। রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসে প্রত্যন্ত এই গ্রাম। তৃণমূল নেতা ভানু বাগের অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। সেই ভাদিকুলে জয় পেল বিজেপি। খাদিকুলে ৮২ ভোটে জয়ী হলেন বিজেপির পুষ্পলতা সাউ। তিনি দু’বারের প্রাক্তন প্রধান শান্তিলতা দাসকে ৫২ ভোটে হারিয়েছেন। এই শান্তিলতা দাসের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা এনেছিল নির্দল ও তৃণমূল। পরে নির্দলের প্রধান হয়। এবার এই পঞ্চায়েত বিজেপি দখল করল।
প্রসঙ্গত, খাদিকুলে তৃণমূল নেতার বিস্ফোরণ, আর তাতে কমপক্ষে ১২ জনের মৃত্যুর পর বিতর্কের ঝড় ওঠে। অভিযোগ ওঠে, আসলে বোমা বাঁধা হচ্ছিল ওই কারখানায়, আর তাতেই বিস্ফোরণ। ড্যামেজ কন্ট্রোল করতে খাদিকুলে গিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খাদিকুল বিস্ফোরণে এনআইএ তদন্তে কোনও আপত্তি নেই বলেও জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিরোধীদের তরফ থেকে অভিযোগ ওঠে, ১২ জনের মৃত্যুর তদন্ত আসলে ধামাচাপা দিতে চাইছে রাজ্য সরকার। কারণ পুলিশ যে এফআইআর দায়ের করেছিল, তাতে বিস্ফোরক আইনের কোনও ধারা ছিল না। আর বিস্ফোরক ধারা না থাকায় এনআইএ-এর হাতে তদন্তভার হস্তান্তর করা যায় না।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একটা বিস্ফোরণে খাদিকুলে তৃণমূলের পায়ের তলার মাটি কিছুটা হলেও নড়বড় হয়েছে। আর তারই প্রতিফলন ঘটেছে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে।