BJP Leader Death: অন্ধকারে পুলিশের গাড়ি ঘিরে ধরল একদল, বাইরে চুপচাপ দাঁড়িয়ে উর্দিধারী; ফের উত্তপ্ত ময়না
Purba Medinipur: ময়নার গোড়ামাহাল গ্রামের বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে।
পূর্ব মেদিনীপুর: ময়নার (Moyna) বাকচা গোড়ামাহালে পুলিশকে ঘিরে বিক্ষোভ। অভিযুক্তকে ধরতে না পারলে পুলিশ ক্যাম্প তুলে নিন, দাবি তুলে বিক্ষোভ দেখায় একদল। ময়না বিধানসভার বাকচা অঞ্চলে বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুইয়ার খুনের ঘটনায় যাঁদের দিকে অভিযোগের তির, তাঁরা কেন এখনও গ্রেফতার হলেন না তা নিয়ে এদিন প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র, বোমা, বন্দুক নিয়ে প্রকাশ্যে সদলবলে ঘুরে বেড়াচ্ছে। অথচ পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। সোমবার রাতে গোড়ামাহালে পুলিশের গাড়ি ঢুকতেই তার সামনে চলে আসেন একদল যুবক। পুলিশের গাড়ি আটকে বিজয়কৃষ্ণর খুনিদের দ্রুত গ্রেফতারির দাবি তোলেন।
গাড়ির সামনে বসে পড়ে এমনও বলতে শোনা যায়, “দিনেদুপুরে একটা লোককে খুন করার পরও অপরাধীরা অস্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছে। লোকের নাম ধরে ধরে হুমকি দিচ্ছে। আপনারা কি গ্রেফতার করবেন? নাকি আপনাদের গাড়ির চাকার নীচে আমরা আমাদের প্রাণ দেবো বলুন? আসল অপরাধীরা ঘুরছে। আর কেস হালকা করতে কয়েকজনকে ধরা হয়েছে।” এই ভিড় থেকে বলতে শোনা যায়, “বিজেপি করা কি অপরাধ?”
তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি আশিস মণ্ডল বলেন, “ময়নার বাকচায় আমাদের বুথসভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে নৃশংসভাবে খুন করা হয়েছে। ৩৪ জনের নামে অভিযোগ। ৫০ জন ছিল গোটা ঘটনায়। অথচ পুলিশ মাত্র ৮ জনকে এখনও গ্রেফতার করেছে। আর বাকচার তৃণমূলের অঞ্চল সভাপতির নেতৃত্বে ২০ জনের একটা দল বাকচায় দাপিয়ে বেরিয়েছে। হাতে আগ্নেয়াস্ত্র, বোমা, বন্দুকও ছিল। মানুষকে হুমকি দিয়েছে। প্রকাশ্যে তারা সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করছে। পুলিশকে আমরা বারবার বলেছি এদের গ্রেফতার করতে। না হলে আবার কারও ক্ষতি হতে পারে।”
ময়নার ব্লক তৃণমূল সভাপতি সুব্রত দাস বলেন, “যদি কেউ বন্দুক নিয়ে গুন্ডামি করে, আমাদের পুলিশের উপর ভরসা আছে। তারা যথোপযুক্ত ব্যবস্থা নেবে বলেই আশা করি। আমরা চাই না বাকচায় আবার কোনও অশান্তি হোক।”