Jhalda Councillor Murder: খুনের আগে বাইকে চেপে রেইকি! ঝালদায় কাউন্সিলর খুনে চাঞ্চল্যকর তথ্য

Jhalda CBI : সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, কলেবর সিং বাইকে চেপে এলাকায় ঘুরে বেরিয়েছিল। অভিযুক্ত কলেবর সিংকে আগেই গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, কলেবর সিংয়ের এলাকা রেইকি করার এই ফুটেজ গুরুত্ব দিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারাও।

Jhalda Councillor Murder: খুনের আগে বাইকে চেপে রেইকি! ঝালদায় কাউন্সিলর খুনে চাঞ্চল্যকর তথ্য
সিসিটিভি ফুটেজে দেখা মিলল কলেবর সিংয়ের
Follow Us:
| Edited By: | Updated on: Apr 13, 2022 | 11:59 PM

ঝালদা : ঝালদায় তপন কান্দু খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। খুনের আগে এলাকায় রেইকি করেছিল ঘটনায় অন্যতম অভিযুক্ত কলেবর সিং। ঘটনার ভিডিয়ো ফুটেজ এসেছে TV9 বাংলার হাতে। ওই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, কলেবর সিং বাইকে চেপে এলাকায় ঘুরে বেরিয়েছিল। অভিযুক্ত কলেবর সিংকে আগেই গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, কলেবর সিংয়ের এলাকা রেইকি করার এই ফুটেজ গুরুত্ব দিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারাও। উল্লেখ্য, প্রথম দিকে পুলিশের তরফে বলা হয়েছিল, ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যা পুরোটাই পারিবারিক ঘটনা। জেলা পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠকও করা হয়েছিল। তখন কার্যত ক্লিন চিট দেওয়া হয়েছিল স্থানীয় থানার আইসিকে। যদিও মৃত কংগ্রেস কাউন্সিলেরর পরিবার আইসির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। এলাকার স্থানীয় কংগ্রেস নেতা ও কর্মীরাও একই অভিযোগ তুলছিলেন।

পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই। ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দারা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছেন। সিসিটিভি ফুটেজে যে এলাকাটি দেখা গিয়েছে, সেটি হল বীরসা মোড়। মোড়ের  থেকে রাস্তা একদিকে চলে গিয়েছে পুরুলিয়ার দিকে। অন্যদিকটি চলে গিয়েছে রাঁচির দিকে। অন্য একটি রাস্তা গিয়েছে বাঘমুন্ডির দিকে। বীরসা মোড় থেকে দেড় থেকে দুই কিলোমিটারের মধ্যেই সেই জায়গাটি রয়েছে, যেখানে কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে খুন করা হয়েছিল।

যে সিসিটিভি ফুটেজটি প্রকাশ্যে এসেছে, সেটি বীরসা মোড়েরই একটি দোকানের। ওই দোকানটির মোট তিনটি সিসিটিভি ফুটেজ রয়েছে। তার মধ্যে একটিতেই ধরা পড়েছে অভিযুক্ত কলেবর সিংয়ের আনাগোনা। সিসিটিভি ফুটেজটিতে দেখা গিয়েছে, পুরুলিয়ার দিক থেকে একটি বাইকে চেপে ঘটনাস্থলের দিকে চলে যাচ্ছে কলেবর সিং। উল্লেখ্য, অভিযুক্ত কলেবর সিংকে পরবর্তী সময়ে ঝাড়খণ্ডের বোকারো থেকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশের দাবি, পুরো ঘটনায় সুপারি দেওয়ার কাজটি করেছিল কলেবর সিং। যে সাত সেকেন্ডের সিসিটিভি ফুটেজটি পাওয়া গিয়েছে, তা গুরুত্ব দিয়ে দেখছেন সিবিআই অফিসাররা।

আরও পড়ুন : Hanskhali Minor Molestation : ৯৩ শতাংশ নির্যাতন পারিবারিক ঘটনা! মুখ্যমন্ত্রীর মন্তব্যের সাফাই দেওয়ার চেষ্টা? উঠছে প্রশ্ন

দেখুন ভিডিয়ো :