Ration Scam: স্লিপ দিয়েও মিলছে না রেশন, বিক্ষোভ দেখালেন গ্রামবাসী
Ration Scam: এরপর বুধবার সকালে এলাকার মাহিলারা রেশন সামগ্রী নিয়ে এলে তাঁদের রেশন সামগ্রী দিতে পারবে না বলে জানিয়ে দেন। তারপরেই এলাকার মানুষ উত্তপ্ত হয়ে ওঠে। বাধ্য হয়েই এক মাসের রেশন সামগ্রী দিতে রাজি হন। এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুরুলিয়া সদর থানার পুলিশ ও খাদ্য দফতরের আধিকারিক। গ্রাহকরা আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন।
পুরুলিয়া: আঙুলের ছাপ নেওয়ার পরেও রেশন সামগ্রী না দেওয়ার অভিযোগ এক রেশন ডিলারের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের ২০নম্বর ওয়ার্ডের আমলাপাড়া এলাকায়। জানা গিয়েছে, মীরা খাঁ- নামে রেশন ডিলার মারা যাওয়ার পর তাঁর পুত্রবধু সেটি চালান। অভিযোগ, রেশন গ্রাহকদের আঙুলের ছাপ নেওয়ার পরেও বেশ কয়েক মাস ধরেই রেশন সামগ্রী দিচ্ছেন না। তাঁর বিরুদ্ধে রেশন সামগ্রী বিক্রি করে দেওয়ার অভিযোগ গ্রাহকদের।
এরপর বুধবার সকালে এলাকার মাহিলারা রেশন সামগ্রী নিয়ে এলে তাঁদের রেশন সামগ্রী দিতে পারবে না বলে জানিয়ে দেন। তারপরেই এলাকার মানুষ উত্তপ্ত হয়ে ওঠে। বাধ্য হয়েই এক মাসের রেশন সামগ্রী দিতে রাজি হন। এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুরুলিয়া সদর থানার পুলিশ ও খাদ্য দফতরের আধিকারিক। গ্রাহকরা আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন।
বর্তমানে রেশন দোকান পরিচালনা করেন মীরা খাঁ-এর পুত্রবধূ বলেন, “কিছু সামগ্রী কম থাকায় সম্পূর্ণ মাল দেওয়া সম্ভব হয়নি। আসতে আসতে দিয়ে দেওয়া হবে।” কেন রেশন সামগ্রী কম হল দেওয়া হল তাঁর কোনও উত্তর দিতে পারেননি। এলাকার মানুষের বক্তব্য, রেশন সামগ্রী খোলা বাজারে বিক্রি করে দেন রেশন ডিলার। এলাকার তৃণমুলের কাউন্সিলর বৈদ্যনাথ মণ্ডল বলেন, “এই ডিলারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন স্থানীয় বাসিন্দারা। বারবার বলেও তিনি ঠিকমতো মাল দেন না।”