Bhangar: ওরা লাগাতার করেছিলেন TMC-র বিরুদ্ধে লড়াই, ভাঙড়ে শওকতের হাত ধরে ISF-র ঘরে হয়ে গেল বড় সার্জিক্যাল স্ট্রাইক
Bhangar: ভাঙড়ে আইএসএফ নেত্রী হিসাবে খুবই গুরুত্বপূর্ণ ছিলেন আসমা। অতীতে তৃণমূলের বিরুদ্ধে নানা বিষয় নিয়ে সোচ্চারও হয়েছিলেন তিনি। পঞ্চায়েত ভোটের ভোট কাউন্টিংয়ের দিন কাঁঠালিয়া হাইস্কুলে আইএসএফের হয়ে লড়াই করেছিলেন এই আসমা।
ভাঙড়: ভাঙড়ে আবারও বড়সড় ভাঙন আইএসএফে। এবার আইএসএফের পঞ্চায়েত সমিতির সদস্যা আসমা বিবি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। সোমবার বিজয়গঞ্জ বাজার এলাকায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে আসমা বিবি যোগ দেন তৃণমূল কংগ্রেসে। আসমার পাশাপাশি এদিন পানাপুকুর ১৬৩ নং আইএসএফ বুথ সদস্য আজারউদ্দিন মোল্লাও যোগ দেন শাসক দলে। পাশাপাশি চালতাবেড়িয়া ও ভোগালি ১ নং অঞ্চল থেকে কয়েকশো আইএফএফ কর্মীও এদিন দলবদল করেন। যোগ দেন তৃণমূল কংগ্রেসে। নতুন এই যোগদান পর্ব নিয়েই বর্তমানে জোর চর্চা চলছে এলাকার রাজনৈতিক মহলে।
ভাঙড়ে আইএসএফ নেত্রী হিসাবে খুবই গুরুত্বপূর্ণ ছিলেন আসমা। অতীতে তৃণমূলের বিরুদ্ধে নানা বিষয় নিয়ে সোচ্চারও হয়েছিলেন তিনি। পঞ্চায়েত ভোটের ভোট কাউন্টিংয়ের দিন কাঁঠালিয়া হাইস্কুলে আইএসএফের হয়ে লড়াই করেছিলেন এই আসমা। এবার সেই আসমাই যোগ দিলেন তৃণমূলে। তা নিয়েই এখন জোর চর্চা এলাকার রাজনৈতিক মহলে। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে আসমা সহ সকলকে দলে যোগদান করালেন সওকাত মোল্লা।
প্রসঙ্গত, বিগত কয়েকমাসে ভাঙড়ে দফায় দফায় ঘুরেছে খেলা। ভোটে আইএসএফের ভরাডুবির পর থেকেই বহু আইএসএফ কর্মী-সমর্থককে তৃণমূলে ভিড়তে দেখা গিয়েছে। শক্তি বেড়েছে রাজ্যের শাসক দলের। নেপথ্যে বরাবরই শওকত মোল্লার হাত। এবার ফের একঝাঁক দাপুটে আইএসএফ নেতার তৃণমূলে যোগদানে এলাকায় তৃণমূলের ক্ষমতা যে আরও বাড়ল তা বলার অপেক্ষা রাখে না।