Abhishek Banerjee: আগামী ২ মাসের মধ্যেই প্রবীণদের বাড়িতে চিঠি পাঠাবেন অভিষেক, কী লেখা থাকবে তাতে?
Abhishek Banerjee: বুধবার ডায়মন্ড-হারবারের সভা থেকে বিজেপিকে বেনজির আক্রমণ করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিজেপি যে বাংলার জন্য কতটা ক্ষতিকর এই চিঠি দেখলেই তা বুঝবেন প্রবীণরা।

কলকাতা: পুজোর আগেই প্রায় ডায়মন্ড হারবারের ছিয়াত্তর হাজার প্রবীণ নাগরিকের কাছে পৌঁছবে চিঠি। সেই চিঠি পাঠাবেন খোদ ডায়মন্ড-হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন চিঠি পাঠাবেন তিনি? কী লেখা থাকবে সেই চিঠিতে?
বুধবার ডায়মন্ড-হারবারের সভা থেকে বিজেপিকে বেনজির আক্রমণ করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিজেপি যে বাংলার জন্য কতটা ক্ষতিকর এই চিঠি দেখলেই তা বুঝবেন প্রবীণরা। তিনি বলেন, “২০২৫ সালের দুর্গাপুজোর মধ্যেই এই চিঠির কপি ৭৬ হাজার মানুষের বাড়িতে পাঠাব।”
কী থাকবে সেই চিঠিতে?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তাঁর সংসদীয় এলাকায় ছিয়াত্তর হাজার প্রবীণ নাগরিককে শ্রদ্ধার্ঘ দিয়েছেন। তারপরই ইনকাম ট্যাক্স চিঠি পাঠিয়েছে তাঁকে। অভিষেক বলেন, “একটা নয়,দু’টো চিঠি পাঠিয়েছে। পঞ্চাশ দিনের ব্যবধানে দুটো চিঠি পাঠানো হয়েছে। কারণ গরিব মানুষের হাতে অর্থ তুলে দিতে সক্ষম হয়েছি। সেই কারণে নোটিস দিয়েছে।”
এরপর তৃণমূল সাংসদের হুঁশিয়ারি, এই চিঠির কপি তিনি দু’মাসের মধ্যে তাঁর সংসদীয় এলাকার প্রবীণ নাগরিকদের বাড়ি-বাড়ি পাঠাবেন। তিনি বলেন, “২০২৫ সালের দুর্গাপুজোর মধ্যেই এই চিঠির কপি ৭৬ হাজার মানুষের বাড়িতে পাঠাব। আমি আপনাদের পরিষেবা দিতে চাই,আর বিজেপি বাধা সৃষ্টি করছে। ওরা চায় কী করে আপনার টাকা গুজরাটে,উত্তরপ্রদেশে নিয়ে চলে যেতে পারে। বিজেপির প্রকৃত স্বরূপ আপনারা নিজেরা দেখুন।”

