Durga Puja: পুজোর মরশুমে রাস্তাঘাটে ইভটিজ়িং বন্ধ করতে কড়া ব্যবস্থা পুলিশের
Baruipur Police: পুলিশ সুপার জানাচ্ছেন, পুজোর সময় সমাজ বিরোধীদের কিংবা ইভটিজারদের রুখতে এবার কড়া ব্য়বস্থা নিয়ে রাখছে পুলিশ প্রশাসন। সর্বক্ষণ রাস্তায় ঘুরবেন পুলিশের উইনার্স টিমের মহিলাকর্মীরা। কোথাও কিছু ঘটলেই সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে জানানো হবে।
বারুইপুর: পুজোর মরশুমে ঠাকুর দেখতে বেরিয়ে মহিলাদের যাতে রাত-বিরেতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে তৎপর পুলিশ। পুজোর দিনগুলিতে ইভটিজ়িং ও যানজট রুখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে বারুইপুর পুলিশ জেলা। দিন-রাত রাস্তায় ডিউটিতে থাকবেন পুলিশকর্মীরা। টহলদারি চালাবে মহিলা পুলিশের বিশেষ টিমও। কলকাতা লাগোয়া এলাকাগুলিতে যাতে রাস্তাঘাটে কোনও যানজট তৈরি না হয়, তার জন্য অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হবে ওই এলাকাগুলিতে। এর পাশাপাশি রাস্তায় থাকবে প্রচুর স্বেচ্ছাসেবকও।
বারুইপুর পুলিশ জেলার তরফে মঙ্গলবার পুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হয়। এই গাইড ম্যাপে থাকছে একটি বিশেষ কিউআর কোড। এই কোড স্ক্যান করলেই বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত এলাকায় বিভিন্ন পুজো মণ্ডপগুলির দূরত্ব থেকে শুরু করে আরও যাবতীয় তথ্য পেয়ে যাবেন দর্শনার্থীরা। রাত বিরেতে ঠাকুর দেখতে বেরিয়ে যদি কেউ কোথাও বিপদের মধ্যে পড়েন, তখন পুলিশি সাহায্যও পাওয়া যাবে এই কিউআর কোড থেকে। কোথায় পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ রয়েছে, কোথাও থানা রয়েছে, সেই সব লোকেশনও দর্শনার্থীরা পেয়ে যাবেন পুজোর গাইড ম্যাপ থেকে।
বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি জানাচ্ছেন, এবারের গাইড ম্যাপকে ডিজিটাল আকারে নিয়ে আসা হয়েছে। গাইড ম্যাপের মধ্যে থাকা কিউআর কোড স্ক্যান করলেই পুলিশের সহায়তা কেন্দ্র, হাসপাতাল, রেলওয়ে স্টেশন… কোথায় কোনটা আছে, সব তথ্য পেয়ে যাবেন দর্শনার্থীরা।
পুলিশ সুপার জানাচ্ছেন, পুজোর সময় সমাজ বিরোধীদের কিংবা ইভটিজারদের রুখতে এবার কড়া ব্য়বস্থা নিয়ে রাখছে পুলিশ প্রশাসন। সর্বক্ষণ রাস্তায় ঘুরবেন পুলিশের উইনার্স টিমের মহিলাকর্মীরা। কোথাও কিছু ঘটলেই সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে জানানো হবে।