Baruipur Tele Academy: সাংবাদিকতা থেকে কনটেন্ট রাইটিংয়ের হাতে কলমে প্রশিক্ষণ, রাজ্যে এবার টেলি একাডেমি
Baruipur: ব্যাচ প্রতি ৪২ জন করে এই কোর্সে ভর্তি হতে পারবেন বলে সূত্রের খবর। হাতে কলমে প্রশিক্ষণের কাজ শেখানো হবে এখানে।
দক্ষিণ ২৪ পরগনা: পূর্ব ভারতের বৃহত্তম টেলি একাডেমির উদ্বোধন হল বৃহস্পতিবার। বারুইপুরে ১০ একর জমির উপর ১৩২.৫ কোটি টাকা ব্যয়ে এই টেলি একাডেমি তৈরি হয়েছে। এদিন তা ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে এই টেলি একাডেমির উদ্বোধন হয়। রাজ্যের তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে কেএমডিএ এই নির্মাণের কাজ করেছে। অত্যাধুনিক এই স্টুডিয়ো বাংলার বিনোদন জগতে একটা আলাদা গুরুত্ব বহন করবে বলেই আশাবাদী টলিপাড়ার শিল্পীরা।
এই টেলি একাডেমিতে চারটি অত্যাধুনিক স্টুডিয়ো ছাড়াও থাকছে বিশেষ প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা। অভিনয়, টিভি সাংবাদিকতা, ডিরেকশন অ্যান্ড প্রোডাকশন, কন্টেন্ট রাইটিং, আর্ট ডিরেকশন ইত্যাদির ওপর ২ বছর ৪ মাসের পিজি ডিপ্লোমা কোর্স করতে পারবেন ছেলেমেয়েরা। শিক্ষার্থীদের থাকার জন্য হস্টেলও তৈরি হচ্ছে।
ব্যাচ প্রতি ৪২ জন করে এই কোর্সে ভর্তি হতে পারবেন বলে সূত্রের খবর। হাতে কলমে প্রশিক্ষণের কাজ শেখানো হবে এখানে। বারুইপুরে এই টেলি একাদেমির উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উল্গানাথন, পুলিশসুপার বৈভব তিওয়ারি-সহ টলিপাড়ার পরিচিত মুখেরা। অভিনেত্রী দোলন রায় বলেন, “এরকম একটা একাডেমি তৈরি হয়েছে, আমাদের গর্ব হচ্ছে। এখানে শুটিং করতে পারলে খুব খুশি হব। আজ ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন। এরপর আসতে আসতে শুটিংও শুরু হবে।”
বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এদিন উপস্থিত ছিলেন। বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা অত্যন্ত গর্বিত। আমার বিশেষ করে ভাল লাগছে, কারণ এটা আমারই বিধানসভা কেন্দ্র বারুইপুর পশ্চিমে তৈরি হয়েছে। এত বড়, এত সুন্দর একটা টেলি একাডেমি তৈরি হয়েছে। পূর্ব ভারতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ টেলি একাডেমি এটা হবে। আমাদের সিনেমা শিল্পকে বাঁচানোর জন্য, টেলি শিল্পীদের আরও সুযোগের জন্য এই টেলি একাডেমি হওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই।”
আরও পড়ুন: Memari: ‘মহাব্বতকে লিয়ে’ মৃতদেহের সঙ্গেই রাত কাটানো! শুনে মাথায় হাত এলাকার লোকজনের