Canning: স্ত্রীর ‘প্রেমিক’-কে খুন করতে বোড়ে করলেন সহধর্মিণীকেই, কী ছিল ছক?
Youth allegedly killed by couple: পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শামিম পৈলানের সঙ্গে মাস ছয়েক আগে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে দেবী সর্দারের। আর এই সম্পর্কের কথা জানতে পারেন সৌমেন। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরেই শামিমকে খুনের পরিকল্পনা করেন তিনি।

ক্যানিং: মহালয়ার সকালে ক্যানিংয়ে মেছোভেড়ির জল থেকে উদ্ধার হয়েছিল যুবকের রক্তাক্ত দেহ। ২৪ ঘণ্টার মধ্যে সেই খুনের কিনার করল ক্যানিং থানার পুলিশ। মোবাইল ফোনের সূত্র ধরে এক দম্পতিকে গ্রেফতার করল। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ওই যুবককে খুন করা হয় বলে পুলিশ জানিয়েছে।
রবিবার সকালে ক্যানিংয়ের বৈতরণী শ্মশান সংলগ্ন এলাকায় মেছোভেড়ির জল থেকে শামিম পৈলান (২৬) নামে এক যুবকের দেহ উদ্ধার হয়। তাঁর বাড়ি উস্থি থানার সংগ্রামপুর এলাকায়। ঘটনার তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যে ক্যানিং থানার পুলিশ গ্রেফতার করল সৌমেন সর্দার ও তাঁর স্ত্রী দেবী সর্দারকে। তাঁদের ক্যানিং এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শামিম পৈলানের সঙ্গে মাস ছয়েক আগে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে দেবী সর্দারের। আর এই সম্পর্কের কথা জানতে পারেন সৌমেন। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরেই শামিমকে খুনের পরিকল্পনা করেন তিনি। স্ত্রীকে দিয়ে শামিমকে ফোন করে ক্যানিং থানার বৈতরণী সংলগ্ন ফাঁকা জায়গাতে ডাকেন।
শামিম সেখানে পৌঁছতেই সৌমেন তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। শামিম পালাতে গেলে মেছোভেড়ির জলে পড়ে যান। এরপর তাঁর মৃত্যু নিশ্চিত করতে জলের মধ্যে শ্বাসরোধ করে খুন করা হয়। খুনের পর স্ত্রীকে নিয়ে গা ঢাকা দেন সৌমেন। পুলিশ শামিমের ফোনের সূত্র ধরে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে খুন ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃত দম্পতিকে আলিপুর আদালতে তোলা হবে।
