Canning: পাওনা টাকা চাইতেই জুটল মার, হাসপাতালে ভর্তি হতে হল যুবককে
Canning: স্থানীয় আঁধলা গ্রামের যুবক রবি দাস। প্রায় দু'বছর আগে প্রতিবেশী যুবক কিশোর দাসের কাছ থেকে ৫ হাজার টাকা ধার নিয়েছিলেন।
ক্যানিং: পাওনা টাকা চাইতে গিয়ে বিপত্তি। আক্রান্ত হলেন যুবক। শনিবার রাত্রিবেলা ক্যানিং থানার তালদি পঞ্চায়েতের আঁধলা দাসপাড়া এলাকার ঘটনা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গুরুতর জখম হয়েছেন কিশোর দাস নামে ওই যুবক।
স্থানীয় আঁধলা গ্রামের যুবক রবি দাস। প্রায় দু’বছর আগে প্রতিবেশী যুবক কিশোর দাসের কাছ থেকে ৫ হাজার টাকা ধার নিয়েছিলেন। অভিযোগ, দীর্ঘদিন হলেও সেই টাকা শোধ দিচ্ছিলেন না। শনিবার রাতে পাড়ার একটি দোকানে সাক্ষাৎ হয় কিশোরের সঙ্গে। সেই সময় কিশোর পাওনা টাকা চেয়ে বসেন কিশোর। অভিযোগ, এরপর অশ্লীলভাষায় গালিগালাজ করে রবি।
এখানেই শেষ নয়, রবি তাঁর দুই ভাই রাজা ও রাহুল দাসকে ডেকে নিয়ে আসে। তারপর কিশোরকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এই মারধরের ফলে ওই কিশোরের বাঁ দিকের চোখের নীচে মারাত্মক ক্ষত হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। অন্যান্য প্রতিবেশীরাই আক্রান্ত যুবককে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে।
চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। আক্রান্ত ওই যুবক ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।