Basanti: ধর্ষণের চেষ্টার অভিযোগ, জেল থেকে ছাড়া পেয়েই গৃহবধূর বাড়িতে হামলা যুবকের! হাসপাতালে ৫
Basanti: মাস দেড়েক আগে বাসন্তী থানা এলাকায় রাতের অন্ধকারে এখ গৃহবধূর উপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছিল ওই যুবকের বিরুদ্ধে। ধর্ষণের চেষ্টা করা হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।

বাসন্তী: গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছিল। থানায় অভিযোগ দায়ের হতেই গ্রেফতার হয়েছিল অভিযুক্ত। মাস দেড়েক জেলে থাকার পর জামিন পেতেই ফের রুদ্রমূর্তি। অভিযোগ, ছাড়া পেয়েই নির্যাতিতার বাড়িতে চড়াও হয়। ঘটনায় ৫ জন গুরুতরভাবে জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। তাঁদের ভর্তি করতে হয়েছে হাসপাতালে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে বাসন্তী থানা এলাকায়। অভিযুক্ত আবার এলাকার এক দাপুটে তৃণমূল নেতার ছেলের অনুগামী বলে জানা যাচ্ছে।
মাস দেড়েক আগে বাসন্তী থানা এলাকায় রাতের অন্ধকারে এখ গৃহবধূর উপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছিল ওই যুবকের বিরুদ্ধে। ধর্ষণের চেষ্টা করা হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবারের সদস্যরা। অভিযোগ পেতেই অ্যাকশন নেয় পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে। কিন্তু, জেল থেকে ছাড়া পেয়েই যে সে আবার এই কাণ্ড ঘটাবে তা ভাবতে পারছেন না কেউই।
অভিযোগ, মঙ্গলবার দুপুরে নির্যাতিতার বাড়িতে চড়াও হয় অভিযুক্ত। বেশ কিছু অনুগামী নিয়ে গৃহবধূর পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করা হয়। বাঁশ, লাঠি নিয়ে চলে অত্যাচার। ঘটনায় ৫ জন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। আহতদের উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদেরকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্তদের কোনও খোঁজ মিলছে না।
