WB Panchayat Poll: পুনর্নির্বাচনের আগে দুষ্কৃতীদের বাড়িতে রাতভর তল্লাশি, উদ্ধার বোমা
সোমবার সকাল থেকে কড়া নিরাপত্তা ভোটগ্রহণ চলছে নেতড়ার ১০টি বুথে। প্রতিটি বুথে আধা সামরিক বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশ মোতায়ন করা হয়েছে। বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকায় এলাকায় ঘুরছেন এসডিপিও।
মগরাহাট: দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট পশ্চিম বিধানসভার অন্তর্গত নেতড়া গ্রাম পঞ্চায়েতের ১০টি বুথে সোমবার হচ্ছে পুনর্নির্বাচন। সেই নির্বাচন শুরুর আগে ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে-র নেতৃত্ব রাতভর তল্লাশি চলল ওই এলাকায়। এলাকার বিভিন্ন দুষ্কৃতীদের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ৷ সেই তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রচুর বোমা। সোমবার নির্বিঘ্নে ভোট করানোই চ্যাালেঞ্জ ডায়মন্ড হারবার মহকুমা পুলিশ প্রশাসনের। সেই লক্ষ্যেই এই তল্লাশি চালানো হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
এই তল্লাশির পর ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে বলেছেন, “রিপোল আছে। অল্প সংখ্যক বুথে হচ্ছে। কিন্তু সেখানেও যাতে কোনও অশান্তির ঘটনা না ঘটে সে দিকে নজর রাখা হচ্ছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে। আমাদের কাছে যে সব খবর ছিল, সেই মতো তল্লাশি চলেছে। বোমা উদ্ধার হয়েছে। কোনও দল দেখা হয়নি। যাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল। সেখানেই তল্লাশি চলেছে।”
সোমবার সকাল থেকে কড়া নিরাপত্তা ভোটগ্রহণ চলছে নেতড়ার ১০টি বুথে। প্রতিটি বুথে আধা সামরিক বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশ মোতায়ন করা হয়েছে। বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকায় এলাকায় ঘুরছেন এসডিপিও।