Sheikh Shajahan: ‘রাতের তারা লুকিয়ে আছে দিনের আলোয়’, শাহজাহানের ‘ঠিকানা’ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূল বিধায়কের

Sheikh Shajahan: এক ঘণ্টার কর্মসূচিতে সন্দেশখালির শাহজাহানের উপস্থিতি বলতে কেবল সভাস্থল। হ্যাঁ, শাহজাহানের নামে একটি মার্কেট আছে। সেখানেই সভা হয়। ব্যস ওটুকুই। প্রশ্ন উঠছে, তবে কি সচেতনভাবেই শেখ শাহজাহানের নামের থেকে দূরত্ব তৈরি করে বিধায়ক সুকুমার মাহাতোকে সামনে রেখে পালিত হল দলীয় কর্মসূচি?

Sheikh Shajahan: 'রাতের তারা লুকিয়ে আছে দিনের আলোয়', শাহজাহানের 'ঠিকানা' নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূল বিধায়কের
শেখ শাহজাহান নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিধায়কের। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 23, 2024 | 10:25 AM

সন্দেশখালি: শেখ শাহজাহানের নাম অনুচ্চারিত রেখেই সংহতি যাত্রা হল সন্দেশখালিতে। ১৭ দিন হয়ে গেল অধরা সন্দেশখালির ‘বেতাজ বাদশা’। এরইমধ্যে সোমবার স্থানীয় তৃণমূল সংহতি যাত্রা করে। মঞ্চে বিধায়ক সুকুমার মাহাতো-সহ তিনজন ভাষণও দেন। তবে কারও বক্তব্যেই নেই শাহাজাহানের নাম।

এক ঘণ্টার কর্মসূচিতে সন্দেশখালির শাহজাহানের উপস্থিতি বলতে কেবল সভাস্থল। হ্যাঁ, শাহজাহানের নামে একটি মার্কেট আছে, শেখ শাহজাহান মার্কেট। সন্দেশখালি বাজারে রয়েছে তা। শাহজাহান নিজেই নাকি এ মার্কেট গড়েছেন। সেখানেই সভা হয়। ব্যস ওটুকুই। প্রশ্ন উঠছে, তবে কি সচেতনভাবেই শেখ শাহজাহানের নামের থেকে দূরত্ব তৈরি করে বিধায়ক সুকুমার মাহাতোকে সামনে রেখে পালিত হল দলীয় কর্মসূচি?

সন্দেশখালি-১ ব্লকের তৃণমূল সভাপতি শেখ‌ শাহজাহানের পাশাপাশি এদিনের কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন ব্লক-২ এর সভাপতি শিবু হাজরা‌ও। সেটাই বা কেন? বিধায়ক সুকুমার মাহাতোর দাবি, রাতের সব তারা আছে দিনের আলোর গভীরে। সুকুমার মাহাতো বলেন, “ওনার নেতৃত্বেই সংগঠনটা করে এসেছে সকলে। তারই নেতৃত্বে চলছে।”

গত ৫ জানুয়ারি ইডি হানা দিয়েছিল সন্দেশখালির সরবেরিয়ায় শেখ শাহজাহানের খোঁজে। শাহজাহানের খোঁজ তো পায়ইনি, উল্টে মার খেয়ে রক্তাক্ত হয়ে, মোবাইল ল্যাপটপ খুইয়ে ফিরতে হয়েছে ইডির আধিকারিকদের। এ নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। যেহেতু ইডি কেন্দ্রীয় সংস্থা, দিল্লি অবধি এই ঘটনার রিপোর্ট পৌঁছেছে। এরপর ১৭ দিন হয়ে গেলেও এখনও শেখ শাহজাহানের খোঁজ পায়নি পুলিশ।