South 24 Pargana River erosion: নদী গর্ভে চলে যাচ্ছে একের পর এক দোকান, সামশেরগঞ্জের পর গঙ্গার কবলে ঝড়খালি
South 24 Pargana River erosion: সুন্দরবনের মধ্যে অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল বাসন্তী ব্লকের ঝড়খালি। হেড়োভাঙা নদীর লাগোয়া ঝড়খালি পর্যটনকেন্দ্রে শীতের শুরুতেই যেন প্রকৃতির রোষানলে পড়লেন তাঁরা। জানা গিয়েছে, শুক্রবার রাত্রিবেলা জেটিঘাট লাগোয়া একাধিক দোকান ঘর ভেঙে গিয়েছে।
সুন্দরবন: কয়েকদিন আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে গঙ্গা ভাঙনে তলিয়ে গিয়েছিল একের পর বাড়ি। সেখানে রীতিমতো ঘরছাড়া এলাকাবাসী। সামশেরগঞ্জের মতো এবার সুন্দরবনের ঝড়খালির অবস্থা। সেখানে ঝড়খালি পর্যটন কেন্দ্রের জেটিঘাট লাগোয়া দোকান ভেঙে তলিয়ে গেল নদীগর্ভে।
সুন্দরবনের মধ্যে অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল বাসন্তী ব্লকের ঝড়খালি। হেড়োভাঙা নদীর লাগোয়া ঝড়খালি পর্যটনকেন্দ্রে শীতের শুরুতেই যেন প্রকৃতির রোষানলে পড়লেন তাঁরা। জানা গিয়েছে, শুক্রবার রাত্রিবেলা জেটিঘাট লাগোয়া একাধিক দোকান ঘর ভেঙে গিয়েছে। কিছু-কিছু দোকান তো তলিয়ে গিয়েছে ভাঙনে। এ দিকে, ভাঙনের আশঙ্কায় আরও বেশ কয়েকটি দোকানঘর সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
এই বিষয়ে বাসন্তী গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপ্না সানা জানিয়েছেন যে, দশটির মতো দোকান ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থেকে বিকল্প কী বন্দোবস্ত করা যায় সে বিষয়ে ব্লক প্রশাসন ভাবনা চিন্তা করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সান্তনা মন্ডল, “বুধবার থেকে শুরু হয়েছে। প্রতিদিন ভাঙন হচ্ছে। দোকান তলিয়েছে। মন্দির তলিয়ে গিয়েছে। আমার নিজের দোকানও তলিয়ে গিয়েছে। দেখি এখন সরকার কী ব্যবস্থা নেয়।”